অবিভক্ত হিন্দু পরিবারের সম্পত্তিতে ছেলে মেয়ের সম অধিকারঃ সুপ্রিম কোর্ট

0
72

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মেয়েদের জন্য খুশির খবর শোনাল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত জানায়, অবিভক্ত হিন্দু পরিবারে বাবার সম্পত্তিতে ছেলে ও মেয়েদের সমানাধিকার থাকবে। এবার থেকে ছেলেদের মতো মেয়েরাও পাবে সম্পত্তির উত্তরাধিকার।

Supreme court | newsfront.co
ফাইল চিত্র

এদিন বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় দেয়, ২০০৫ সালের হিন্দু উত্তরাধিকারী (সংশোধিত) আইনের মোতাবেক অভিভাবকের সম্পত্তিতে মেয়েদের স্বীকৃত অধিকার থাকবে। অর্থাৎ সম্পত্তিতে ছেলেদের যা অধিকার, মেয়েদেরও সেই একই অধিকার থাকবে। বাবা যদি সেই সংশোধনী প্রণয়নের আগেও মারা যান, তাহলে ছেলে ও মেয়েদের সমানাধিকার প্রযোজ্য হবে।

আরও পড়ুনঃ হোয়াইট হাউসের বাইরে চলল গুলি, নিরাপদেই আছেন ট্রাম্প

সুপ্রিম কোর্টের সেই ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আগে একাধিক মামলায় শীর্ষ আদালত রায় দিয়েছিল, ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর যদি বাবা এবং মেয়ে দু’জনেই জীবিত থাকেন, তবেই বাবার সম্পত্তিতে মেয়ের স্বীকৃত অধিকার থাকবে।

আরও পড়ুনঃ অযোধ্যায় মসজিদের পাশে নয়া প্রকল্পের শিলান্যাসে আমন্ত্রণ যোগীকে

শুধু তাই নয়, ২০০৫-এর সংশোধিত হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী, আগে যদি মেয়ে মারা যান, তাহলে তাঁর সন্তান সেই সম্পত্তির অধিকার ভোগ করতে পারবেন। রায়দানের শেষে বিচারপতি অরুণ মিশ্র বলেন, ‘এক মেয়ে সারাজীবনের। একবার যে মেয়ে (হয়), সে সারাজীবনের মেয়ে (হয়)।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here