উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
বিজেপি রাজ্য সভাপতি প্রায় প্রতিদিনই সকালে প্রাতঃভ্রমণে বের হয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করে উদ্দীপনা তৈরি করছেন। সাতসকালে এই কর্মসূচিতে প্রতিরোধ করে পাল্টা প্রচার করছে তৃণমূল কর্মীরা। তৃণমূল কর্মীরা সকালে একজোট হয়ে ‘সব বেচে দে’ লেখা গেঞ্জি পরে দিলীপ ঘোষকে চ্যালেঞ্জে ফেলেন বলে খবর।
বিজেপিও ছাড়বার পাত্র নয়। বিজেপি কর্মীরা সাতসকালে ‘যমের দুয়ারে সরকার’ লেখা গেঞ্জি পরে তৃণমূলের চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়ান। গেঞ্জি বা শার্টে রাজনৈতিক শ্লোগান পাল্টা শ্লোগান লড়াই এর সংস্কৃতি এবার শুরু হয়ে গেল কলকাতায় ‘বেচে দে’র পাল্টা ‘যমের দুয়ারে সরকার’।
কয়েকদিন আগেই দেখা গিয়েছিল দিলীপ ঘোষ ইকো পার্কে মর্নিং ওয়াক করার সময় তৃণমূলের নেতাকর্মীরা ‘সব বেচে দে’ টি-শার্ট পরে জগিং করছেন।
আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গের সব জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন
তৃণমূলের এই পাল্টা হিসেবে এবার ‘যমের দুয়ারে সরকার’ লেখা টি-শার্ট পরে ইকো পার্কে এলেন বিজেপি কর্মীরা। ‘সব বেচে দে’র পাল্টা এবার ‘যমের দুয়ারে সরকার’। টি শার্টেও সরগরম রাজনৈতিক তরজা। কয়েকদিন আগেই দিলীপ ঘোষের মর্নিং ওয়াক চলাকালীন ‘সব বেচে দে’ লেখা টি শার্ট পরে সেখানেই জগিং করেন তৃণমূল কর্মীরা।
আরও পড়ুনঃ তৃণমূলের সদস্যপদ থেকে ইস্তফা শুভেন্দুর
তবে আজ ইকো পার্কে দেখা গেল অন্য ছবি। মর্নিং ওয়াক করছেন বিজেপি রাজ্য সভাপতি। আর যাওয়ার আগে সব বেচে দে’ লেখা গেঞ্জি পরে তৃণমূলীরা আর ‘যমের দুয়ারে সরকার’ লেখা টি শার্ট পরে দাঁড়িয়ে আছেন বিজেপি কর্মীরা।
বিজেপির থেকে এখন তৃণমূলেই চমক বেশি। প্রতিদিন কিছু না কিছু ঘটছে। ‘তবে মেদিনীপুরে বিজেপির সভাতে বড় চমক অপেক্ষা করছে।’ ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে বললেন দিলীপ ঘোষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584