নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
সরকারি তরফে তৈরি করে দেওয়া হয়েছে স্বাস্থ্য কেন্দ্র কিন্তু চিকিৎসকের অভাবে ধুঁকছে বটুন গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র। কুমারগঞ্জ ব্লকের বটুন গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ নির্ভর করে এই স্বাস্থ্য কেন্দ্রের ওপর। করোনা আবহে লকডাউনের পর থেকে পাঁচ মাস চিকিৎসা পরিষেবা না পেয়ে সমস্যায় পড়েছে গ্রামবাসীরা।
বাধ্য হয়েই গ্রামবাসীদের চিকিৎসা করাতে যেতে হচ্ছে সুদূর বালুরঘাট অথবা বরাহার হাসপাতালে।
গ্রাম্য এলাকায় স্বাস্থ্য পরিষেবা দিতে সরকারের তরফ থেকে বটুনে তৈরি করা হয়েছিল গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র। কিন্তু আজ তা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এলাকাবাসীদের অভিযোগ নামেই রয়েছে স্বাস্থ্য কেন্দ্র, পুরোনো ঘরগুলোয় চড়ে বেড়ায় গরু, জঙ্গলে ঘুরে বেড়ায় সাপ, পোকা-মাকড়। নতুন বিল্ডিং-র বাইরে নীল সাদা রং থাকলেও ভেতরে খসে পড়ছে চাঙড়। আর চিকিৎসার পরিষেবা তথৈবচ ৷করোনার শুরুর পর থেকেই আসেননা ডাক্তারবাবু।
আরও পড়ুনঃ কেন্দ্রের কৃষি বিল,হাথরাস কান্ডের প্রতিবাদে শালবনিতে তৃণমূলের ধিক্কার মিছিল
চিকিৎসা পরিষেবা পেতে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামের মানুষদের ।গ্রামবাসীরা জানান দীর্ঘদিন ধরেই আসেনা ডাক্তার বাবু, দিদিমনিরা এসে ওষুধ দিয়ে গেলেও ডাক্তারবাবু না থাকায় সমস্যায় পড়তে হয় তাদের । বাধ্য হয়ে চিকিৎসার জন্য দৌড়োতে হয় সদর শহর বালুরঘাট জেলা হাসপাতালে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584