পাকিস্তান অধিকৃত অঞ্চলে বৌদ্ধ স্থাপত্য ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ ভারতের

0
50

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

যে অঞ্চলকে পূর্বতন রাজ্য জম্মু ও কাশ্মীরের (অধুনা কেন্দ্রশাসিত অঞ্চল) অংশ বলে দীর্ঘদিন ধরেই দাবী করে আসছে নয়াদিল্লি। সেই অঞ্চলের ভাঙা হল বৌদ্ধ মূর্তি। পাকিস্তান অধিকৃত গিলগিট-বালটিস্তানে বৌদ্ধ স্থাপত্যে ভাঙচুর এবং ধ্বংসের ঘটনায় উত্তাল ভারত। পাকিস্তান অধিকৃত ওই অঞ্চলে একাধিক প্রাচীন বৌদ্ধ ছবি এবং খোদাইকৃত পাথরে ভাঙচুর চালানো হয়েছে। কোনওটায় পাকিস্তানের পতাকার আঁকা হয়েছে তো কোনোটায় আবার স্লোগান লেখা হয়েছে।

boudhha statue | newsfront.co
সংবাদ চিত্র

এরকমই একাধিক চিত্র গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘পাকিস্তাবনের দ্বারা অবৈধ এবং বলপূর্বক অধিকৃত ভারতীয় ভূ-খণ্ডের তথাকথিত গিলগিট-বালটিস্তান এলাকায় অবস্থিত অমূল্য ভারতীয় বৌদ্ধ স্থাপত্যের ভাঙচুর, আঘাত এবং ধ্বংসের খবরে আমরা অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছি।’

আরও পড়ুনঃ কৃষ্ণাঙ্গ যুবক হত্যার প্রতিবাদ আন্দোলনে মুগ্ধ ওবামা

তিনি আরও বলেন, ‘এই ঘটনা অত্যন্ত উদ্বেগের বিষয়। অবৈধভাবে পাকিস্তানের অধিকৃত ভারতীয় ভূ-খণ্ডে বৌদ্ধিক চিহ্ন গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এবং নিষ্ঠুরভাবে ধর্মীয়, সাংস্কৃতিক অধিকার ও স্বাধীনতাকে পদদলিত করা হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। প্রাচীন সভ্যতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি এই ধরনের জঘন্য কার্যকলাপ অত্যন্ত নিন্দনীয়।’

বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ’অবৈধভাবে অধিকৃত সব এলাকা এখনই ছেড়ে দেওয়ার জন্য এবং নির্লজ্জভাবে সেখানকার বসবাসকারী মানুষদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অধিকার  ভঙ্গ রুখতে পাকিস্তানকে আহ্বান জানাচ্ছি।’ ঐতিহাসিক স্থাপত্য যাতে সংরক্ষিত থাকে সেইজন্য গিলগিট-বালটিস্তানে ভারতীয় বিশেষজ্ঞদের পাঠাতে দ্রুত ছাড়পত্র চাওয়া হয়েছে। এমনটাই জানানো হয়েছে সাউথ ব্লকের তরফে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here