নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
মোদী সরকারের উপর চাপ বাড়িয়ে তারকা বক্সার বিজেন্দর সিং বলে দিলেন প্রস্তাবিত কৃষক আইন প্রত্যাহার না করা হলে নিজের রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ফিরিয়ে দেবেন তিনি বলে হুঁশিয়ারি দেন।
রবিবার সাঙ্গু বর্ডারে (হরিয়ানা-দিল্লি) কৃষকদের সঙ্গে যোগ দেন বিজেন্দর সিং, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন এদিনই ১১ দিনে পড়ল। সেখানে উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই ভারতীয় বক্সার বলেন, পাঞ্জাবের ভাই বোনেরা এখানে আসায় তিনিও সেই আন্দোলনে তাঁদের পাশে দাঁড়াতে এসেছেন।
আরও পড়ুনঃ কৃষি আইন নিয়ে অনড় কেন্দ্র, পদ্মবিভূষণ ফিরিয়ে প্রতিবাদ বাদলের
কৃষক বিরোধী এই কালা আইন সরকার প্রত্যাহার না করলে তিনি তাঁর সর্বোচ্চ পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ফিরিয়ে দেবেন। কৃষকদের মধ্যে ঐক্য আগেও ছিল। ভবিষৎতেও থাকবে। ২০১৯ সালে লোকসভা ভোটে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন বিজেন্দর সিং, তবে হেরে যান বিজেপি প্রার্থীর কাছে।
আরও পড়ুনঃ দাদাকে হারালেন ভাই, বিওএ’র নতুন সচিব মুখ্যমন্ত্রীর ছোটো ভাই
কৃষি আইন নিয়ে চলতে থাকা বিতর্কের মাঝেই জাতীয় দলের বক্সিং কোচ গুরবক্স সিং সান্ধু নিজের দ্রোনাচার্য পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ডিসেম্বরের ৩ তারিখে কৃষকদের পাশে থাকার বার্তা দিতে বিজেপির একসময়ের জোটসঙ্গী শিরোমণি আকালি দলের প্রধান প্রকাশ সিং বাদল পদ্মবিভূষণ পুরস্কার ফিরিয়ে দেন।
রাজ্যসভার সদস্য সুখদেব সিং ধিন্দসাও একই পথে হেঁটেছেন। ভারতীয় সাহিত্য একাডেমি পুরস্কার বিজেতা মোহনজিত, শিক্ষাবিদ জসবিন্দর সিং স্বরাজবীর নিজেদের কেন্দ্রীয় পুরস্কার ফেরত দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584