কবির হোসেন, মুর্শিদাবাদঃ
মহিলা বিশ্ব বক্সিং চাম্পিয়নশিপে সোনা আনলেন ভারতের মেয়ে নিখাত জারিন। ৫২ কেজি বিভাগে ফাইনালে থাইল্যান্ডের বক্সার জিৎপং জুটামাস কে ৫-০ গেমে হারিয়ে চ্যাম্পিয়নশীপের খেতাব জিতে নেন নিখাত। মেরি কম, সরিতা দেবি, জেনি আর এল এবং লেখা কেসি-র পর পঞ্চম ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তেলেঙ্গানা ব্যাংক অফ ইন্ডিয়ার আধিকারিক নিখাত জারিন।
আরও পড়ুনঃ সালারে ডিওয়াইএফআইয়ের কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার কান্ড
তেলেঙ্গানার মেয়ে নিখাত। ব্রাজিলের মহিলা বক্সারকে হারিয়ে ফাইনালে ওঠেন ২৫ বছররের নিখাত জারিন। ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন থাইল্যান্ডের জিটপং জুটামাস। যিনি প্রতিপক্ষ হিসেবে একেবারেই ম্লান ছিলেন নিখাতের সামনে। শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন নিখাত। ২০১৮ সালে মেরি কম বিশ্ব বক্সিং থেকে সোনা জিতেছিলেন শেষ বার। তাঁর পরে নিখাত জারিন আনলেন সোনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584