জামাইষষ্ঠী সেরে বাড়ি ফিরে তড়িতাহত হয়ে মৃত্যু যুবকের

0
116

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

the boy dead on electric shock
নিজস্ব চিত্র

বিয়ের ৫ মাসের মধ্যে তড়িতাহত হয়ে মৃত্যু হল এক যুবকের।গত ৫ মাস আগে বিয়ে হয় শিব শংকর মাইতির (২১)। বাড়ি পাথর প্রতিমা ব্লকের লক্ষ্মী জনার্দন পুর গ্রাম পঞ্চায়েতের কুমারপুর। মাত্র ৫ মাস আগে প্রেম করে লক্ষ্মী জনার্দনপুরের জয়শ্রী শাসমলকে নিয়ে বাড়িতে চলে আসে এবং বিয়ে করে শিব। এই নিয়ে অশান্তি চলছিল শ্বশুরবাড়ির সঙ্গে।

গত শনিবার জামাই ষষ্ঠীর দিন শ্বশুরবাড়ির সঙ্গে মীমাংসা সূত্রে আবদ্ধ হয় ছেলের বাড়ির পরিবার।এমনকি মীমাংসার পর শনিবার জামাইষষ্ঠীতে গিয়েছিল ছেলে এবং মেয়ে।শ্বশুরবাড়ি থেকে সস্ত্রীক বাড়িতে ফেরে দুপুরে।স্নান করে খাওয়া-দাওয়া করতে যাওয়ার আগে টেবিল ফ্যান এর সুইচটা দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় শিব শংকর মাইতি।

আরও পড়ুনঃ আইসক্রিমের গাড়িতে চার্জ দিতে গিয়ে তড়িতাহত হয়ে মৃত্যু

বাড়ির লোক সুইচ বন্ধ করে দেবার আগেই ঘটনাস্থলে মৃত্যু হয় শিব শংকরের।ঘটনা সুত্রে খবর পেয়ে যায় পাথরপ্রতিমা থানার পুলিশ,সেখানে পৌঁছেও যায়।এরপর মৃতদেহ নিয়ে চলে যায় থানায়। কাকদ্বীপ মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে আগামীকাল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here