প্রেমিকের গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ প্রেমিকার আত্মীয়দের বিরুদ্ধে

0
132

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

boyfriend burn on petrol complaint about girlfriend
রঞ্জিত মন্ডল।ফাইল চিত্র

প্রতিবেশী কলেজ ছাত্রীর সঙ্গে প্রেম করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায় যুবক।আর সেই আক্রোশেই যুবককে রাতভর পেটানোর পর তার গায়ে পেট্রোল ছিটিয়ে জ্যান্ত পুড়িয়ে মারল প্রেমিকার বাড়ির লোকেরা।
নৃশংস এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভুপতিনগর থানার খাঁনজাতাপুর গ্রামে। মৃত যুবকটির নাম রঞ্জিত মন্ডল (২১)।শনিবার ভোর রাতে ছেলেটিকে দাউদাউ করে আগুনে পুড়তে থাকার খবর পেয়ে ছুটে আসে ভুপতিনগর থানার পুলিশ।

boyfriend burn on petrol complaint about girlfriend
দগ্ধ দেহ।নিজস্ব চিত্র

এরপর জল ছিটিয়ে আগুন নেভানোর পর তাঁর আধপোড়া দেহ উদ্ধার হয়েছে।
এই ঘটনায় প্রেমিক সায়নী মন্ডল (১৯) সহ তাঁর পরিবারের মোট ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।সাম্প্রতিক সময়ে এমন নৃশংস ঘটনা এলাকায় কোথাও ঘটেছে বলে মনে করতে পারছেন না তদন্তকারীরাও।

আরও পড়ুনঃ ভাইয়ের বাড়িতে আগুন লাগালো দাদা

boyfriend burn on petrol complaint about girlfriend
দগ্ধ দেহ।নিজস্ব চিত্র

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,ভুপতিনগর দক্ষিণ বায়েনদা গ্রামের বাসিন্দা রঞ্জিতের মা দীর্ঘদিন হল গত হয়েছেন।তারপর তাঁর বাবা দ্বিতীয়বার বিয়ে করে।এরপর থেকেই ছেলেটি খাঁনজাতাপুরে তাঁর মামাবাড়িতে এসে ওঠে।

ইতিমধ্যে মামাবাড়ির সামান্য দূরে থাকা সায়নীর সঙ্গে আলাপ হয় রঞ্জিতের।সেই আলাপ ধীরে ধীরে প্রেমে পরিণতি পায়।বেশ কয়েক বছর ধরে সবার চোখের আড়ালে চলতে থাকে তাঁদের মেলামেশা।বর্তমানে মেয়েটি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। আর ছেলেটি দিল্লীতে সোনার কাজ করত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here