মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
করোনার প্রকোপে ত্রস্ত পৃথিবী। করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে গোটা বিশ্ব। করোনার ছোবলে ক্ষত বিক্ষত ভারতও। সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। দেশের এই সংকটজনক পরিস্থিতিতে গরিবদের পাশে দাঁড়াতে রাজ্যে ওয়েস্ট বেঙ্গল স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ড-এর ব্যবস্থা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এমতাবস্থায় দুঃস্থদের সাহায্যার্থে এগিয়ে এলেন কলকাতার কালিঘাট পার্কের ‘বয়েস ট্রেনিং অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক গৌতম গঙ্গোপাধ্যায়। দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে ‘বয়েস ট্রেনিং অ্যাসোসিয়েশন’ ক্লাবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকার অনুদান দিলেন তিনি।
আরও পড়ুনঃ লকডাউনে অনুভবের অনুভূতি রঙতুলিতে প্রকাশিত
কালিঘাটের ‘বয়েস ট্রেনিং অ্যাসোসিয়েশন’ হল কলকাতার একটি খ্যাতনামা বাসকেট বল ক্লাব। এই ক্লাবেরই সাধারণ সম্পাদক হলেন গৌতম গঙ্গোপাধ্যায়। ২৫ এপ্রিল স্থানীয় কাউন্সিলর পারমিতা চট্টোপাধ্যায়ের হাতে এই অনুদান তুলে দেন গৌতম বাবু। এই দুর্দিনে এইভাবে রাজ্যের মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584