জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে বিক্ষোভ

0
50

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

শুক্রবার বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে সারা বাংলা প্রতিবাদ দিবস কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসকের সামনে বিক্ষোভ ডেপুটেশন এবং জাতীয় শিক্ষানীতি ২০২০ প্রতিলিপি পোড়ানোর কর্মসূচি পালিত হয় বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ড।

fire | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি বলেন “শিক্ষার বুনিয়াদ ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি অবিলম্বে বাতিল করতে হবে। শিক্ষক সংগঠন, ছাত্র সংগঠন ,শিক্ষাবিদ সহ সমাজের সর্বস্তরের মানুষের প্রতিবাদ সত্ত্বেও কেন্দ্র সরকার শিক্ষার সম্পূর্ণ বেসরকারিকরণ এবং মধ্যযুগীয় ধারণা গড়ে তোলার উদ্দেশ্যে এই শিক্ষানীতি চালু করেছে।

rally | newsfront.co
নিজস্ব চিত্র

প্রসঙ্গত উল্লেখ্য এই শিক্ষা নীতির মাধ্যমে সারা দেশজুড়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রথা সহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আমরা জানি যে আশির দশকে এরাজ্যে ইংরেজি এবং পাশ ফেল তুলে দেওয়ার ফলে শিক্ষায় একদা প্রথম স্থানে থাকা এরাজ্য বর্তমানে শেষের সারিতে।

আরও পড়ুনঃ বহরমপুর পুর স্বাস্থ্য কর্মীদের ডেপুটেশন

ব্যাপক প্রাইভেট স্কুল গজিয়ে উঠেছে। জাতীয় শিক্ষানীতি চালু হলে সারাদেশের শিক্ষা ব্যবস্থা অতি দ্রুত ধ্বসে পড়বে। এই আক্রমণের প্রতিবাদে সর্বস্তরের শিক্ষক সমাজকে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানায়। ”

অন্যদিকে জেলা সম্পাদক সতীশ সাউ বলেন”স্বাস্থ্যবিধি মেনে আজকের সংক্ষিপ্ত পরিসরে প্রতিবাদ কর্মসূচি করা হয়। এই নীতি প্রত্যাহার না হলে আগামী দিনে দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা হবে।”এই দিন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জেলাশাসকের দফতরে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here