নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ব্রক্ষ্মকুমারী রায়গঞ্জ শাখার পক্ষ থেকে রবিবার রায়গঞ্জ ট্রাফিক পুলিশ ও রায়গঞ্জ ট্রাক সিন্ডিকেটের ড্রাইভার, খালাসি ও অন্যান্য সদস্যদের খাদ্য ও পানীয় জল প্রদান করা হল।

৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে ট্রাক সিন্ডিকেট এলাকার বেশ কিছু পীড়িত মানুষদের এদিন দুপুরের খাবার ও পানীয় জল দেওয়া হলো। ব্রক্ষ্মকুমারী রায়গঞ্জ শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, সেন্টার ইনচার্জ -এর তত্ত্বাবধানে গত ১৪ এপ্রিল থেকে লাগাতার রায়গঞ্জের বিভিন্ন এলাকায় সেবামূলক কাজকর্ম চলছে।
আরও পড়ুনঃ শহরাঞ্চলের দুঃস্থদের খাদ্যসামগ্রী দিলেন রায়গঞ্জের বিধায়ক
দুধ, চিনি, পাউরুটি সহ খাদ্যদ্রব্য তাঁরা নিয়মিত শহর ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় প্রয়োজন অনুযায়ী সরবরাহ করার ব্যবস্থা করেছেন। লকডাউনের মেয়াদ বেড়ে যাওয়ার সঙ্গে এই সেবা কার্য সংস্থার পক্ষ থেকে আগামী দিনেও চালিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584