ব্রক্ষ্মকুমারী শাখার পক্ষ থেকে রায়গঞ্জে ত্রান বিতরণ

0
89

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

ব্রক্ষ্মকুমারী রায়গঞ্জ শাখার পক্ষ থেকে রবিবার রায়গঞ্জ ট্রাফিক পুলিশ ও রায়গঞ্জ ট্রাক সিন্ডিকেটের ড্রাইভার, খালাসি ও অন্যান্য সদস্যদের খাদ্য ও পানীয় জল প্রদান করা হল।

brahma kumaris raiganj | newsfront.co
নিজস্ব চিত্র

৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে ট্রাক সিন্ডিকেট এলাকার বেশ কিছু পীড়িত মানুষদের এদিন দুপুরের খাবার ও পানীয় জল দেওয়া হলো। ব্রক্ষ্মকুমারী রায়গঞ্জ শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, সেন্টার ইনচার্জ -এর তত্ত্বাবধানে গত ১৪ এপ্রিল থেকে লাগাতার রায়গঞ্জের বিভিন্ন এলাকায় সেবামূলক কাজকর্ম চলছে।

আরও পড়ুনঃ শহরাঞ্চলের দুঃস্থদের খাদ্যসামগ্রী দিলেন রায়গঞ্জের বিধায়ক

দুধ, চিনি, পাউরুটি সহ খাদ্যদ্রব্য তাঁরা নিয়মিত শহর ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় প্রয়োজন অনুযায়ী সরবরাহ করার ব্যবস্থা করেছেন। লকডাউনের মেয়াদ বেড়ে যাওয়ার সঙ্গে এই সেবা কার্য সংস্থার পক্ষ থেকে আগামী দিনেও চালিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here