নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
সপ্তাহখানেক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যের সমস্ত পুরোহিতদের ভাতা দেওয়ার কথা। তারপর থেকেই রাজ্য জুড়ে চলছে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের পদযাত্রা।
সেই লক্ষ্যেই সোমবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার শান্তিপুরে পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপনের লক্ষ্যে এক পদযাত্রার আয়োজন করা হয়।
এই দিন এই পদযাত্রায় কয়েক হাজার সনাতন ব্রাহ্মণের উপস্থিতি লক্ষ্য করা যায়। যেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এই দিন পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এর পক্ষ থেকে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
প্রসঙ্গত ব্রাহ্মণদের ভাতা চালু করে দেওয়ার ফলে বিরোধী রাজনৈতিক দলগুলি প্রশ্ন তুলেছিল ভোটের রাজনীতি নিয়ে, সেই প্রসঙ্গ বনমন্ত্রী কার্যত উড়িয়ে দিলেন এদিন। তিনি বলেন, নিজেদের দাবি পাওয়ার জন্য পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছিল সনাতন ব্রাহ্মণরা।
আরও পড়ুনঃ জঙ্গীপুর মহকুমা হাসপাতালে কংগ্রেসের ডেপুটেশন
তারপর সেই দাবি পূরণ হওয়ায় অনেকের ক্ষোভ বাড়তে পারে। প্রসঙ্গত কয়েক সপ্তাহ আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিজের জেলায় একজন আদিবাসী মহিলা ধর্ষিতা হয়েছিলেন সেই প্রসঙ্গে বিরোধীরা প্রশ্ন তুলেছিল, যখন অন্য রাজ্যে ধর্ষিতার জন্য মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন, নিজের রাজ্যের জন্য কেন রাস্তায় নামছে না? সেই প্রসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, কে বলেছেন এর আগে মুখ্যমন্ত্রী রাস্তায় নামেনি! রাইটার্স বিল্ডিং এর সামনে ধর্ণার বিষয়টিও তিনি এদিন উত্থাপন করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584