পথ দুর্ঘটনায় নিহত পুরোহিতের প্রতি শ্রদ্ধা জটেশ্বর শাখার পুরোহিত মঞ্চের

0
56

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

পথ দুর্ঘটনায় নিহত পুরোহিত সুভাষ ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা ও তার আত্মার শান্তি কামনায় আলিপুরদুয়ার পুরোহিত মঞ্চের (জটেশ্বর শাখার) পক্ষ থেকে রবিবার সন্ধ্যায় ফালাকাটা ব্লকের জটেশ্বরে মোমবাতি মিছিল করা হয়। এদিন জটেশ্বর শিব মন্দির এলাকা থেকে ওই মোমবাতি মিছিলটি শুরু হয়, সেখান থেকে জটেশ্বর চৌপথি হয়ে জটেশ্বর বাস স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা ঘুরে ফের জটেশ্বর শিব মন্দির এসে শেষ হয় মিছিলটি।

brahmin procession | newsfront.co
নিজস্ব চিত্র

এদিনের ওই মোমবাতি মিছিলে উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার পুরোহিত মঞ্চের জটেশ্বর শাখার সভাপতি গোপাল চক্রবর্তী, সম্পাদক অভিজিৎ চক্রবর্তী প্রমুখ। এদিন আলিপুরদুয়ার পুরোহিত মঞ্চের জটেশ্বর শাখার সভাপতি গোপাল চক্রবর্তী বলেন, ” আমাদের প্রিয় পুরোহিত সুভাষ ভট্টাচার্য, তিনি গত শুক্রবার রাতে লক্ষ্মী পুজাে করতে যাবার সময় পথ দুর্ঘটনায় মারা যায়।

আরও পড়ুনঃ বিরল প্রজাতির সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য তুফানগঞ্জে

এদিন তার আত্মার শান্তি কামনায় আমরা সকল পুরোহিতবর্গ এক মিনিট নীরবতা পালন করে ও মোমবাতি মিছিল করে পথ পরিক্রমা করলাম। তার আত্মার যাতে স্বর্গ প্রাপ্তি হয় তাই শিব মন্দিরে এসে ভগবানের কাছে সেই প্রার্থনা করলাম।” উল্লেখ্য, গত শুক্রবার লক্ষ্মীপুজোর রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই পুরোহিতের।

ওই রাতে সাইকেলে করে লক্ষ্মী পুজো সেরে অন্য আরেক বাড়ি যাচ্ছিলেন ওই পুরোহিত। সেই সময়ে অপর দিক থেকে আসা একটি মোটরবাইক তাকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here