পিয়ালী দাস, বীরভূমঃ
২২ শ্রাবণ উপলক্ষে প্রকাশিত হতে চলেছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের প্রথম সংস্করণের প্রতিলিপি,দৃষ্টি প্রতিবন্ধী পড়ুয়াদের জন্য।এই প্রথম প্রকাশিত হচ্ছে গীতাঞ্জলির ব্রেইল সংস্করণ। কবিগুরুর প্রয়াণ দিবসে এই দুটি বই প্রকাশ করবে বিশ্বভারতী।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার সমাবর্তন অনুষ্ঠানে আসেন। সেখানে অনেকগুলি বইয়ের উদ্বোধন করেন। তার মধ্যে ছিল গীতাঞ্জলির প্রথম সংস্করণও এছাড়াও সমাবর্তনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া হয় পূর্ব বাংলার গল্প নামক বইটি। সেটিও প্রকাশ করবে বিশ্বভারতী।
বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, ২২ শ্রাবণ সর্বসাধারণের হাতে নতুন উপহার হিসাবে মূল্যবান কিছু বইয়ের প্রতিলিপি তুলে দিতে চলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিশ্বভারতীর নিজস্ব সংগ্রহালয়ে থাকা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের প্রতিলিপি প্রকাশিত হবে কবিপ্রয়াণ অনুষ্ঠানে। প্রকাশিত সংস্করণটি এর আগে শুধু মাত্র রবীন্দ্রভবনের সংগ্রহশালাতে রাখা ছিল। ১৯১০ সালে প্রথম প্রকাশিত হয় গীতাঞ্জলি। ছিল ১৫৭টি গীতিকবিতা। এই প্রথম সংস্করণের প্রতিলিপি এবার প্রকাশিত হতে চলেছে।
এবার কবির প্রয়াণ দিবসে আরও চারটি বই প্রকাশ করবে বিশ্বভারতী। পাঠকদের জন্য থাকবে “পূর্ব-বাংলার গল্প” বইটির পুনর্মুদ্রণ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের বছর বাংলাদেশের পটভূমিতে লেখা ১২টি ছোটগল্প নিয়ে এই বই প্রকাশ করে বিশ্বভারতী। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই পুনর্মুদ্রিত বইটি তুলে দেয়।
দৃষ্টিপ্রতিবন্ধী রবীন্দ্র অনুরাগীদের জন্য প্রথমবার গীতাঞ্জলির ব্রেইল সংস্করণ প্রকাশ করতে চলেছে বিশ্বভারতী। শেষ কয়েকবছর ধরে এই সংস্করণটি প্রকাশের কাজ করছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় এতদিনে সেটি প্রকাশিত হবে। এছাড়া অন্য দুটি বই হল “বিশ্ববিদ্যাসংগ্ৰহ : ভারতীয় সাধনা” ও প্রাক্তন উপাচার্য দিলীপ সিনহা রচিত “বিশ্ব-ভারতী: এন ওডিসি ইন পার্লামেন্ট মোড।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584