নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বিধ্বংসী ঘূর্ণিঝড় আমপানের প্রভাবে হলদিয়া শহর জুড়ে হারিয়ে যাওয়া সবুজ ফেরাতে নতুন করে চারাগাছ তৈরি করছে হলদিয়া এস সি,এস টি,ও ওবিসি সমাজ কল্যাণ সমিতি। ওই সংগঠনের পক্ষ থেকে গন্ধরাজ লেবু, কামরাঙ্গা, লিচু, পেয়ারা, আম, জবা, টগর সহ প্রভৃতি গাছে কলম তৈরি করা হচ্ছে।

হলদিয়ার বিভিন্ন জায়গায় ১২-১৫ জনের একটি টিম করে নিয়মিত ভাবে কোন না কোন জায়গায় বিভিন্ন ফুল ও ফলের গাছের কলম বেঁধে নতুন চারাগাছ তৈরির কাজ চলছে।

ওই সংগঠনের সভাপতি পেশায় স্কুল শিক্ষক ও পরিবেশ কর্মী রামপ্রসাদ দাস ছাড়াও তাপস জানা,সুব্রত প্রধান, রাজু মিদ্যা,সুমন আঢ্য প্রমুখরা এই কাজে সহযোগিতা করছেন।
আরও পড়ুনঃ বাংলা সহায়তা কেন্দ্রে পাঁচ হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের
সভাপতি রামপ্রসাদ দাস বলেন “আমাদের লক্ষ্য, নতুন করে চারা তৈরি করা। সাধারণ মানুষকে চারাগাছ লাগানোয় উৎসাহ দান এবং শিল্প শহরে দূষণ প্রতিরোধে সহায়তা করা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584