কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল

0
194

মনোদীপ ব্যানার্জী,স্পোর্টস ডেস্কঃ

Brazil champion of copa America | newsfront.coপেরুকে ৩-১ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতলো ব্রাজিল।

Brazil champion of copa America | newsfront.coলাতিন আমেরিকা অঞ্চলের শ্রেষ্টত্বের আসরে এই নিয়ে নয় বার চ্যাম্পিয়ন হলো তারা।
খেলার ১৫ মিনিটের মধ্যেই গোল পায় ব্রাজিল।যদিও ৪৪ মিনিটে পাওলো গেরেরার গোলে ১-১ সমতায় চলে আসে পেরু।এই গোলের রেশ থাকতেই আবার এগিয়ে যায় ব্রাজিল।বিরতির পরও আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা যায় ব্রাজিলকে।

আরও পড়ুনঃ জঙ্গল মহল উদ্যোগের বার্ষিক সাধারণ সভা

Brazil champion of copa America | newsfront.co৭০ মিনিটে হলুদ কার্ড দেখে জেসুস মাঠ ছাড়লেও শেষপর্বে পেনাল্টিতে পেরুর জালে বল ফেলে চওড়া হাসি হাসে তিতের শিষ্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here