ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
এবার করোনায় আক্রান্ত হলেন ব্রাজিলের ফার্স্ট লেডি মিশেল বলসোনারো ও ব্রাজিলের এক ক্যাবিনেট মিনিস্টার।আপাতত তিনি সুস্থই রয়েছেন। তবে সমস্ত বিধিনিষেধ মেনেই তাঁর চিকিৎসা হবে বলে জানা গেছে।
অন্যদিকে ব্রাজিলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মার্কোস পনটেস নিজেই টুইট করে জানান যে তাঁর জ্বরের উপসর্গ ও মাথা যন্ত্রণা থাকায় তিনি করোনা পরীক্ষা করান। পরীক্ষার ফলাফলে তাঁর রিপোর্ট পজিটিভ আসে।
আরও পড়ুন:একদিনে সংক্রমিত ৫৫ হাজার, দেশে মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৬ লক্ষের গণ্ডি
জুলাই মাসের প্রথম সপ্তাহেই করোনা আক্রান্ত হন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর। তারপর থেকে দু সপ্তাহ ধরে তিনি রাজধানীর প্রাসাদেই ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ করোনাকে তিনি পাত্তাই দেননি। মাস্ক পরা থেকে শুরু করে, সামাজিক দূরত্ব বজায় রাখা কোনকিছুকেই পাত্তা দেননি প্রথমে। তারপর থেকেই ব্রাজিলে হু হু করে বাড়তে থাকে করোনা সংক্রমণ। সংক্রমণে এখন পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তবে ব্রাজিলের প্রেসিডেন্ট এখন করোনা মুক্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584