ওয়েব ডেস্ক,নিউজফ্রন্ট:
ব্রাজিল সরকারের পরিসংখ্যান এজেন্সি আইবিজিই(IBGE) মঙ্গলবার জানিয়েছে যে করোনার প্রাদুর্ভাব থেকে সেন্সাস কর্মী ও দেশের জনগণকে বাঁচাতে এপ্রিল থেকে শুরু হওয়া সেন্সাস বা জনগণনার কাজ এক বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল সরকার।
সংবাদসংস্থা রয়টার্স সূত্রে জানা গেছে যে প্রায় সাত কোটি জনসংখ্যা সম্পন্ন ব্রাজিলে জন গণনার জন্য সরকার প্রায় এক লক্ষ আশি হাজার কর্মী নিয়োগ করেছিল। এই জনগণনার জন্য বরাদ্দ করা হয়েছিল ২.৩ বিলিয়ান অর্থ। এখন সেই বরাদ্দকৃত অর্থ করোনার প্রাদুর্ভাব আটকাতে খরচ করা হবে। দেশের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে যে এই পরিমাণ অর্থ পরের বছরের বাজেটে আবার বরাদ্দ করা হবে। তারপর শুরু হবে জনগণনার কাজ।
Odisha CM Naveen Patnaik seeks postponement of Census work in country due to novel coronavirus pandemic
— Press Trust of India (@PTI_News) March 20, 2020
ঠিক একই রকম দাবি তুলল উড়িষ্যার নবীন পট্টনায়ক সরকার।সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে যে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক করোনা মহামারীর কারণে জনগণনার কাজ স্থগিত রাখতে চেয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584