ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
রামায়ণের প্রসঙ্গ টেনে ভারতের সাথে হাইড্রক্সি ক্লোরোকুইন চাইল ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারো।ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন করোনা মোকাবেলায় কাজ দিচ্ছে বলে চিকিৎসা মহল সূত্রে আলোড়ন ওঠে। তাই নিয়ে গোটা পৃথিবীব্যাপী এই মুহূর্তে ভারতের কাছে হাইড্রক্সিক্লোরোকুইন চেয়ে পাঠাচ্ছে বিভিন্ন দেশ।
তাই ব্রাজিলও রামায়ণের প্রসঙ্গ টেনে হাইড্রক্সি ক্লোরোকুইন চাইলো ভারতের কাছে। তিনি চিঠিতে লেখেন, “যেমন ভগবান হনুমান হিমালয় থেকে মহৌষধ এনে দিয়েছিলে ভগবান রামের ভাই লক্ষ্মণের জীবন বাঁচাতে, যিশু অসুস্থদের সারিয়ে দিয়েছিলেন এবং বার্তিমেউয়ের দৃষ্টি ফিরিয়েছিলেন, ঠিক সেভাবেই ভারত ও ব্রাজিল এই বিশ্বব্যাপী সঙ্কটকে অতিক্রম করবে যুগ্ম শক্তির সাহায্যে সমস্ত মানুষের কল্যাণের ব্রতে।”
শনিবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সাথে ব্রাজিলের রাষ্ট্রপতির ফোনে কথা হয়েছে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেকথা টুইটারে জানিয়েছেন। ভারত ও ব্রাজিল যৌথ তৎপরতায় বিশ্বব্যাপী করোনা মোকাবিলায় কাজের ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
উল্লেখ্য, করোনা মোকাবেলায় হাইড্রক্সি ক্লোরোকুইনে ইতিবাচক ফল মেলায় এই ঔষধ রপ্তানি বন্ধ করেছিল ভারত। আমেরিকা যুক্তরাষ্ট্র বেশ কয়েকবার অনুরোধের সাথে ভারতের কাছে ওই ঔষধ চেয়ে পাঠালে ভারত তা নাকচ করে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে হুঁশিয়ারি জানায় আমেরিকা পরবর্তীতে এর বদলা নেবে। হুঁশিয়ারির মুখে পড়ে নীতি থেকে সরে দাঁড়ায় মোদি সরকার এবং আমেরিকাকে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠাতে সম্মতি জানায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584