জ্বলে উঠলেন নেইমার পেরু জয় ব্রাজিলের

0
89

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

এভাবেও ফিরে আসা যায় দেখিয়ে দিল ব্রাজিল। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে পেরুকে ৪-২ হারাল সাম্বারা। জোড়া গোল নেইমারের। ব্রাজিলের হয়ে রোনাল্ডোর গোল ৬২। এই ম্যাচের পরে জাতীয় দলের হয়ে নেইমারের গোল ৬৪।

Neymar | newsfront.co

তাঁর সামনে শুধু ফুটবল সম্রাট পেলে। ব্রাজিলের হয়ে খেলতে নেমে ৭৭টি গোল রয়েছে পেলের। এই জয়ের ফলে লাতিন আমেরিকা গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই হল তিতের দল।

ব্রাজিল কোচ হিসেবে এটি ছিল তিতের ৫০তম ম্যাচ সেখানে জয় পেয়ে নজির গড়লেন তিনি। তবে ম্যাচের শুরুতেই কারিয়োর দুর্দান্ত ভলিতে পরাস্ত হন ব্রাজিলের গোলকিপার ওয়েভারটন। এগিয়ে যায় পেরু।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

কিন্তু ২৮ মিনিটে পেরুর বক্সে নেইমারকে আটকাতে গিয়ে বিপক্ষ ডিফেন্ডার নেইমারের জার্সি ধরে টানলে রেফারি পেনাল্টি দেন। যেখান থেকে ১-১ করেন নেইমার।

আরও পড়ুনঃ আইনি লড়াইয়ে মহামেডান -বাজাজ

দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে বক্সের বাইরে থেকে রেনাতো তাপিয়ার শট দিক পরিবর্তন করে ব্রাজিলের জালে জড়িয়ে যায়। পাঁচ মিনিট পরেই ৬৪ মিনিটে কর্নার থেকে ফিরমিনানোর ব্যাক হেড গোল করেন রিকার্লিসন ব্রাজিলকে এগিয়ে দেয়।এরপর ৮৩ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। গোল করে যান নেইমার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here