নিউজডেস্ক,নিউজফ্রন্টঃ
ইভিএমে গোলযোগ নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা। আজ দেশের ১৫ টি রাজ্যে ১১৭ আসনে নির্বাচন হয়েছে।সারাদেশের বিভিন্ন প্রান্তে ভোটাররা অভিযোগ করেছেন তারা নাকি কংগ্রেসের কোডে ভোট দিলেও ভোট যাচ্ছে বিজেপির কোডে।
সূত্রের খবর ইভিএম সঠিকভাবে কাজ করছে না বলে অভিযোগ উঠেছে কেরল,উত্তর প্রদেশ,বিহার এবং গোয়ার কিছু বুথ থেকে ।
কেরলের তিরুবনন্তপুরমে ইভিএম-এ গণ্ডগোলের জেরে ভোট গ্রহণ বিঘ্নিত হয়।বেশ কিছু সংখ্যক ভোটার অভিযোগ করেন,তারা কংগ্রেসের বোতাম টিপে ভোট দিলেও ভোট বিজেপির দিকে যাচ্ছে।কংগ্রেস দলের পক্ষ থেকে অবশ্য নির্বাচন কমিশনে এ নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুনঃ বিলকিস বানোকে চাকরি বাসস্থান পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ সুপ্রিমকোর্টের
আম আদমি পার্টির দক্ষিণ গোয়ার প্রার্থী এলভিস গোমস নির্বাচন কমিশনে অভিযোগ তুলেছেন দক্ষিণ গোয়ার কুনকোলিম-এ একটি বুথে মক পোলের সময় দেখা গিয়েছিল মেশিনে বাড়তি ভোট যুক্ত হচ্ছে বিজেপির দিকে।এই অভিযোগ পাওয়ার পর ইভিএম বদলে দেওয়া হয়।
আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ইভিএম কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে এ বিষয়ে তাদের নালিশ জানিয়েছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584