নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
মাদারিহাটের ট্রলি লাইন এলাকায় তোর্সা নদীর বাঁধের ভাঙন অব্যাহত।আর এখন অবধি ভাঙন রোধে প্রশাসন কোনো ব্যবস্থা গ্ৰহণ করেনি বলে অভিযোগ স্থানীয়দের। যদি শীঘ্র ব্যবস্থা গ্ৰহণ না করা যায় তাহলে তোর্সার জল ঢুকে যেকোন মুহূর্তে বিপন্ন হয়ে যেতে পারে জলদাপাড়া ন্যশন্যাল পার্কের বন্যপ্রাণ এই আশঙ্কা করছে পরিবেশপ্রেমীরা।
স্থানীয় বাসিন্দা নমৃত শর্মা জানান,”বাঁধ দেখতে গিয়ে দেখলাম পরিস্থিতি খুব খারাপ বাঁধের।প্রশাসন ওই বাঁধে নিয়ে কিছু যদি না করেন তবে গোটা মাদারিহাট সহ ফালাকাটা ভেসে যাবে।মাদারিহাটের বিডিও সাহেবকেও জানানো হয়েছে।আমরা সকলেই খুব আতঙ্কিত এই বিষয়ে।
ট্রলি লাইন দিয়ে মাদারিহাট থেকে টোটোপাড়া যাবার সহজ রাস্তা এই রাস্তাটি তৈরি করার জন্য টেণ্ডার হয়েছিল, কিন্ত যেহেতু এটা জঙ্গলের ভিতর দিয়ে পড়ে তাই বনদপ্তর অনুমতি না দেওয়ায় কাজটি করা সম্ভব হয়নি বলে জানান মাদারিহাট পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রসিদুল আলম।
আরও পড়ুনঃ বারবিশায় উদ্ধার অজগর
তিনি আরও জানান,ট্রলি লাইনে তোর্সার বাঁধ ভাঙ্গার বিষয়টি জেলাশাসক,জেলাপরিষদের সভাধিপতিকে জানানো হয়েছে।যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা সারাই করবার জন্য।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584