নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
সম্প্রতি ঘূর্ণিঝড় আমপানের দাপটে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলা। ওই শক্তিশালী আমপানের তাণ্ডবে উপরে গিয়েছে বহু প্রাচীণ গাছ। ঐতিহ্যবাহী বোটানিক্যাল গার্ডেনেও অনেক বড় বড় বহু পুরনো গাছ ভেঙে গিয়েছে, দানবরূপী আমপানের কারণে।
বর্তমানে শিবপুর বোটানিক্যাল গার্ডেনে যতগুলো গাছ আছে সেগুলো যাতে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় সেই জন্য ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি হাওড়া জেলা শাখার পক্ষ থেকে ৫৭৯ জনের স্বাক্ষর করা অবেদনপত্র পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারত সরকারের পরিবেশ বিষয়ক মন্ত্রী প্রকাশ জাভড়েকর-কে। একই আবেদনপত্র পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পরিবেশ বিষয়ক মন্ত্রী, রাজ্যপাল জগদীপ ধনখড়, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডাইরেক্টর, হাওড়ার জেলাশাসক ও পুলিশ কমিশনারকেও।
আরও পড়ুনঃ বিধানসভার আগে তৃণমূলের নতুন ক্যাম্পেন ‘সোজা বাংলায় বলছি’
গত ২০ মে প্রবল বিধ্বংসী ঘূর্ণিঝড় আমপানে এশিয়ার বৃহত্তম বাগান ও ভারতের ঐতিহ্য এ জে সি বোস ভারতীয় উদ্ভিদ উদ্যানের হাজারেরও বেশি গাছ আংশিক কিংবা সম্পূর্ণভাবে ভেঙ্গে পড়ে। ভেতরের ২৪ টা লেক ও সংযোগকারী ক্যানেলগুলোর অবস্থাও ভালো নয়। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি হাওড়া জেলা শাখার পক্ষ থেকে গাছগুলিকে দ্রুত রক্ষা করা, লেক ও ক্যানেলেগুলিকে পরিষ্কার করে পরিবেশ রক্ষার আবেদন জানানো হয়। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে স্বাস্থ্যবিধি মেনে বি গার্ডেন গেটে দিনটিকে “বোটানিক্যাল গার্ডেন বাঁচাও দিবস” হিসেবে পালন করেন তাঁরা।
আরও পড়ুনঃ শিখ পূণ্যার্থীদের জন্য ২৯শে জুন খুলছে কর্তারপুর শাহিব গুরুদ্বার: পাকিস্তান
তবে আমপান-বিধ্বস্ত বোটানিক্যাল গার্ডেনে এখনও পর্যন্ত আশানুরুপ কোন ব্যবস্থাই নেওয়া হয়নি। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পশ্চিমবঙ্গ শাখার সহ সম্পাদক অধ্যাপক নির্মল দুয়ারী জানান, ‘দায়িত্ব যাঁদের সেই কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা না নিলে হাওড়ার ফুসফুস বাঁচাতে হাওড়াবাসী সহ সারা রাজ্যজুড়ে, উদ্ভিদ প্রেমী ও গার্ডেন প্রেমীরা একত্রিত হয়ে বৃহৎ আন্দোলনের পথে যাবেন’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584