ওয়েব ডেস্কঃ
শুক্রবার ঘড়ির কাঁটায় যখন রাত্রি ঠিক ১১টা, তখনই ইউনাইটেড কিংডম বা ব্রিটেন বা যুক্তরাজ্যের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসা নিশ্চিত হল, আর সঙ্গে সঙ্গে ব্রেক্সিটের হাজার হাজার সমর্থক হাউস অফ পার্লামেন্টের সামনে উল্লাসে ফেটে পড়ল।
Tonight we are leaving the European Union. pic.twitter.com/zZBsrf4BLe
— Boris Johnson (@BorisJohnson) January 31, 2020
ব্রেক্সিট নিয়ে সেখানকার মানুষ তিন ভাগে বিভক্ত-সমর্থনকারী,বিরোধী ও আশা হতাশার মধ্যে দোদুল্যমান। এর ফলাফল কি হবে সময়ই বলবে।তবে আগামী এগারো মাস ট্রানজিশনাল পিরিয়ড বা পরিবর্তনকালীন সময় বলে বিবেচিত হবে।
Brexiteers celebrate as Britain leaves EU #Brexit #BrexitDay #BrexitNight #BrexitParty pic.twitter.com/PMu506Z1md
— Shauntv Global (@shauntvGlobal) February 1, 2020
ব্রেক্সিটের ফলে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য পদ হারাবেন ব্রিটেনের এমপি’রা, ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল সামিটে শুধুমাত্র শর্তসাপেক্ষে অংশগ্রহণ করতে পারবেন ব্রিটিশ মন্ত্রীরা, বাণিজ্য নীতিতে পরিবর্তন আসবে, ব্রিটেনের পাসপোর্টের রং পরিবর্তন হবে, বন্ধ হবে ব্রিটেনের ব্রেক্সিট ডিপার্টমেন্ট, কোন অপরাধী যদি ব্রিটেন থেকে পালিয়ে গিয়ে জার্মানীতে আশ্রয় নেয় তাকে আর প্রত্যর্পণ করা যাবে না, চালু হবে নতুন ব্রেক্সিট কয়েন।
তবে ভ্রমণ, ড্রাইভিং লাইসেন্স ও পেট পাসপোর্ট, ইউরোপিয়ান স্বাস্থ্য বীমা কার্ড, ইউরোপীয় ইউনিয়নে বসবাস ও কাজ, পেনশন ইত্যাদিতে কোন প্রভাব আপাতত পড়বে না বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584