নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
অষ্টমঙ্গলা করে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন বর। মাঝ রাস্তায় বরের গাড়ি দাঁড় করিয়ে স্ত্রী’কে ছিনতাই করে পালিয়ে গেলেন প্রেমিক। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি শহরতলীর সেবাগ্রামে।
অন্যদিকে প্রেমিক ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে বরের মোবাইল ছিনতাই, বরের পরিবারের অন্য সদস্যদের মারধর এবং সোনার গয়না ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে যে, দেখাশোনার পর , ১০ ডিসেম্বর শিলিগুড়ির গৌরাঙ্গ পল্লীর বাসিন্দা প্রশান্ত সূত্রধরের সঙ্গে বিয়ে হয় জলপাইগুড়ি সেবাগ্রামের এক যুবতীর ৷ প্রশান্ত পেশায় বেসরকারি সংস্থার কর্মী।
আরও পড়ুনঃ সাগরদীঘিতে স্কুলের সামনে ট্রান্সফার সার্টিফিকেটের জন্য বিক্ষোভ অভিভাবকদের
মঙ্গলবার বিকেলে অষ্টমঙ্গলায় গিট খুলতে শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। এরপর বৃহস্পতিবার রাতে বউ নিয়ে বাড়ি ফেরার পথে ৭৩ মোড় এলাকায় গাড়ি আটকায় দু’টি বাইক। বাইকে থাকা বেশ কয়েকজন যুবক বরের গাড়ির চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। গাড়িতে ছিলেন বরের দাদা ও বৌদি আর কয়েকজন আত্মীয়। সেই সময় বরকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারের ডিআরএমকে স্মারকলিপি
সোনার গয়না এবং মোবাইল নিয়ে পালিয়ে যায় তাঁরা বলে অভিযোগ করা হয়েছে । এদিকে প্রেমিকের বাইকে উঠে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নববধূ।এই বিষয়ে পাত্র প্রশান্ত সূত্রধর বলেন যে, আগে থেকে সম্পর্ক ছিল তাহলে কেন বা বিয়ে করল। আমরা এর বিচার চাই। এরপরেই থানায় দারস্থ হয় বর ও বরের পরিবার ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584