নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুই ব্লকের পলাশপাই এলাকায় পলাশপাই খালের উপর থাকা কন্যাশ্রী সেতুটি রবিবার সকালে জলের তোড়ে ও কচুরিপানার ধাক্কায় ভেঙে যায়। যার ফলে ওই এলাকার ত্রিশটি গ্রামের বাসিন্দাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এলাকাবাসীর দাবি মেনে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কয়েক লক্ষ টাকা খরচ করে প্রায় দুই বছর আগে পলাশপাই খালের উপর কন্যাশ্রী সেতুটি তৈরি করা হয়েছিল।
আরও পড়ুনঃ যাত্রীবাহী অটোতে মদ পাচারের সময় পুলিশের হাতে গ্রেফতার অটোচালক
ওই সেতুকে নিয়ে এলাকার বাসিন্দারা গর্ব করে বলেছিল আমাদের দীর্ঘদিনের আশা ,স্বপ্ন পূরণ হয়েছে। তাই আর যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আমাদের থাকতে হবে না। কিন্তু একটানা বৃষ্টির ফলে দ্রুত গতিতে বাড়ছে পলাশপাই নদীর জল সেই সঙ্গে আচমকা ভারী ধরণের কচুরিপানা এসে ধাক্কা মারে কাঠের কন্যাশ্রী সেতুতে। যার ফলে হুড়মুড় করে ভেঙে পড়ে স্বপ্নের কন্যাশ্রী সেতুর এক অংশ ।
আরও পড়ুনঃ ফুঁসছে কংসাবতী, আশঙ্কায় দিন কাটছে এলাকাবাসীর
যার ফলে পলাশপাই সহ পার্শ্ববর্তী গ্রামের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাই ওই এলাকার বাসিন্দারা চিন্তায় পড়েছেন। দাসপুর দুই ব্লক প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584