নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
স্বাধীনতার পর ব্রিগেডে এই প্রথম ভোটের মুখে একসঙ্গে একাধিক দলের সমাবেশ। ঐতিহাসিক এই সমাবেশে সকাল থেকে বাড়ছে ভিড়। বাসে ও ট্রেনে করে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষের ঢল নামতে শুরু করেছে। সভায় বাম ও কংগ্রেস ছাড়াও আইএসএফ-র পতাকা দেখা যাচ্ছে।
রোগশয্যা থেকেই ব্রিগেড নিয়ে বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ব্রিগেড সমাবেশ নিয়ে বিভিন্নভাবে খবরাখবর নেওয়ার চেষ্টা করছি।
শুনে বুঝতে পারছি, বহু মানুষ সমাবেশে আসবেন এবং অনেকে এসেও গিয়েছেন। এরকম একটা বৃহৎ সমাবেশে যেতে না পারার মানসিক যন্ত্রণা বোঝানো যাবে না। মাঠে ময়দানে কমরেডরা লড়াই করছেন, আর আমি শারীরিক অসুস্থতা নিয়ে ডাক্তারবাবুদের পরামর্শ মেনে চলছি।
আরও পড়ুনঃ জোটের জট মাথায় নিয়েই ব্রিগেডে পা রাখছে বাম – কংগ্রেস
আক্ষেপ জানিয়ে এই কথা বলার পাশাপাশি সমাবেশের সাফল্যও কামনা করেছেন বুদ্ধ বাবু। দীর্ঘদিন ধরেই অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী গৃহবন্দি। তাঁর এই বার্তা সমাবেশে আসা মানুষকে বাড়তি অক্সিজেন জোগাবে বলেই রাজনৈতিক মহলের অভিমত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584