কার্ত্তিক গুহ,ঝাড়গ্রাম:- হাতেনাতে রেল টিকিট দালাল চক্রের পান্ডাকে ধরলেন বাসিন্দারা। শুক্রবার এই ঘটনাকে ঘিরে দিনভর উত্তেজনা ছড়ায় ঝাড়গ্রাম রেল স্টেশন চত্বরে । দালাল চক্রের লোকজনের সঙ্গে যোগসাজশের অভিযোগ ওঠে ঝাড়গ্রাম আরপিএফের বিরুদ্ধে। হাতেনাতে এক দালালকে যাত্রীরা আরপিএফের হাতে তুলে দিলেও পরে অভিযুক্তকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে রেল সুরক্ষা বাহিনীর বিরুদ্ধে। শেষ পর্যন্ত জনতার চাপে অভিযুক্তকে গ্রেফতার করতে বাধ্য হয় রেল পুলিশ। ধৃত রাজু চৌধুরী ঝাড়গ্রাম শহরের কদম কানন এলাকার বাসিন্দা। এদিন আরপিএফের ভূমিকা নিয়ে খড়গপুর রেলের ঊর্ধ্বতন মহলে ফোন করে অভিযোগ জানান শহরের কিছু বাসিন্দা।
ঘটনা প্রমাণিত হলে রেলের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584