সুদীপ পাল,বর্ধমানঃ
নয় বছর আগে স্বামীকে হারিয়েছেন। দুই ছেলেকে নিয়ে কোনরকমে সংসার চালান গলসির পুরন্দগড়ের গৃহবধূ কল্পনা সেখ। শেষ সম্বল বলতে ছিল দানের জায়গা আর সেখানে ছেলেদের মেহনতে কোনক্রমে তৈরী করা একটি বাড়ি। সেটুকুও চোখের সামনে আচমকা আগুনে ভস্মীভূত হয়ে গেল।
কল্পনা শেখ জানান, রান্নার উনুন থেকেই আগুন লেগেছে। বাড়িতে রান্নার জন্য ব্যবহার করা হত কেরোসিন তেল। কেরোসিন তেল থাকায় মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সারা বাড়িতে। কল্পনা দেবী বলেন, কোনরকমভাবে বাড়ির ভিতরে থাকা দুই ছেলেকে উদ্ধার করা গেছে কিন্তু জিনিসপত্র কিছু উদ্ধার করা যায়নি। এখন পরনের কাপড় ছাড়া আর কিছু নেই।
আগুনের লেলিহান শিখায় দেখে ছুটে এসেছিলেন গ্রামের মানুষরা। কিন্তু তাঁরাও শেষে রক্ষা করতে পারেন নি। নিমেষে পুড়ে ছাই সবটুকু। স্থানীয় নেতাদের কাছে পরিবারের পাশে প্রশাসনিক ভাবে পাশে দাঁড়ানোর আবেদন জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584