মনিরুল হক, কোচবিহারঃ
করোনা আবহের মাঝে রবিবার সন্ধ্যায় তুফানগঞ্জের বালাভূতে এলাকায় বিএসএফ’র গুলিতে ১ জনের মৃত্যু হয়েছে । জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আজিজুল রহমান। এছাড়াও গুলিতে ২ জন আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ, সন্ধ্যার পর বেশ কয়েকজন গরু পাচারকারী এলাকায় জমায়েত হয়েছে বলে বিএসএফ’র কাছে খবর আসে। খবর পেয়ে বিএসএফ সেনারা এলাকায় টহল দিতে যায়।
আরও পড়ুনঃ ফের নিম্নচাপের জেরে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে
বিএসএফ সেনাদের এলাকায় ঢুকতে দেখেই স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে অভিযোগ। বিক্ষোভ সামাল দিতে বিএসএফ গুলি চালায় ৷ তখনই বিএসএফ’র গুলিতে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয় আর ২ জন আহত হয়।
আরও পড়ুনঃ ছেলেকে উল্টো করে ঝুলিয়ে বেদম প্রহার, গ্রেফতার বাবা
বিএসএফ’র দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার জন্যই তা সামাল দিতে গুলি চালাতে বাধ্য হয়েছিল জওয়ানরা । বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছেন তুফানগঞ্জ থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584