আটক মৎস্যজীবীকে উদ্ধার করতে গিয়েই বিএসএফ-বিজিবি গুলি বিনিময়

0
31

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ

BSF-BGB bullet shots to rescue captured fisherman | newsfront.co
নিজস্ব চিত্র

আটক ভারতীয় মৎসজীবীকে উদ্ধার করতে গিয়ে বিএস এফ ও বিজিবির গুলি বিনিময়ের ঘটনায় মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের।আহত বিএসএফের নৌকো চালক জওয়ান। বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ মুর্শিদাবাদের জলঙ্গীর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁকমারী চর সীমান্তে ঘটেছে ঘটনাটি।

dead bsf | newsfront.co
মৃত বিএসএফ জওয়ান বিজয় ভান। নিজস্ব চিত্র

মৃত বিএসফের জওয়ান বিজয় ভান(৩৫) বিএসএফের ১১৭ নং ব্যটেলিয়নের হেড কনস্টেবল। তিনি ঐ ব্যাটেলিয়নের ডি কম্পানির গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। জখম বোটম্যানের নাম রাজবীর সিং যাদব (৩০), তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

injured bsf | newsfront.co
আহত রাজবীর সিং। নিজস্ব চিত্র

বৃহস্পতিবার কাঁকমারী চর, শিরোপাড়া, খাঁসমহলের শতাধিক ভারতীয় মৎসজীবী পদ্মা নদীতে ইলিশ ধরতে নেমেছিলেন। অভিযোগ সে সময় বাংলাদেশের চারঘাট ও কাঁকমারী চরের মাঝামাঝি জলসীমায় হঠাৎই বিজিবি তাদের বাহিনী নিয়ে নৌকো সমেত প্রনব মন্ডল, বিকাশ মন্ডল ও অচিন্ত্য মন্ডল নামের তিন ভারতীয় মৎসজীবী কে বাংলাদেশের সীমানায় অনুপ্রবেশের অভিযোগে আটক করে নিয়ে যায়। বিকাশ মন্ডল ও অচিন্ত্য মন্ডলকে ছেড়ে দিলেও প্রনবকে আটকে রাখে।

captured fisherman | newsfront.co
ভীত মৎস্যজীবীরা। নিজস্ব চিত্র

মুক্তি পাওয়া দুই মৎসজীবী সূত্রে জানা যায়, বিজিবির পক্ষ থেকে জানানো হয় বিএসএফের উচ্চপদস্থ কর্তা এলে তবেই প্রণবকে ছাড়া হবে। তারা ফিরে এসে বিএসএফ ক্যাম্পে জানালে। বিএসএফ এর ১১৭ নং ব্যাটেলিয়নের, ডি কম্পানির কম্পানি কমাড্যান্ট, মৃত হেড কনস্টেবল, ও আরও এক কনস্টেবলকে নিয়ে বোটম্যান রাজবীর সিং যাদব রওনা দেন। দুই তরফে ফ্ল্যাগ মিটিং এ আলোচনা চলাকালীন হঠাৎ উত্তেজিত হয়ে বিজিবি জওয়ানরা গুলি চালিয়ে বসে।

আরও পড়ুনঃ জলঙ্গীতে বিজিবি’র ছোঁড়া গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু, আহত ১

তাতেই মৃত্যু হয় বিজয় ভানের, জখম হন রাজবীর সিং যাদব। ঘটনার পর সন্ত্রস্ত হয়ে পড়ে অন্যান্য মৎসজীবীরা। তাদেরকে নদী ছেড়ে উঠে যেতে বলা হয়। ঘটনাস্থলে পৌছেছেন ১১৭ নং ব্যাটেলিয়নের সি ও, এবং রওসনবাগ হেড কোয়ার্টারের বিএসএফ কর্তারা, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের কর্তারা।

বিএসএফের চালানো গুলিতে দুই বিজিবি জখমের খবর মিললেও, তা স্বীকার করেননি বিএসএফ কর্তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here