মুনিরুল তারেক, বাংলাদেশঃ
কাল ১৩ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত রক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠক। বর্ডার গার্ড অব বাংলাদেশ এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিজিবি) মধ্যকার এই ৬ দিনব্যাপী বৈঠকে প্রাধান্য পাবে সীমান্তে হত্যা ও চোরাচালান রোধের বিষয়। এছাড়া আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে।
ঢাকাস্থ বিজিবি সদর দপ্তর পিলখানায় এই দ্বিবার্ষিক আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। আর ভারত প্রতিনিধি দলের নেতৃত্ব থাকবেন বিএসএফ ডিজি রাকেশ আস্তানা।
আরও পড়ুনঃ সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজ্যে আসছে পদ্মার ইলিশ
বৈঠক চলবে ১৩ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। বৈঠকে দুই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পাশাপাশি স্বরাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন বিভাগ ও সংস্থার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত হত্যা ছাড়াও সীমান্তে মাদক চোরাচালান, নিষিদ্ধ ও ক্ষতিকারক ওষুধ এবং অস্ত্র-গোলাবারুদ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সুপারিশ তুলে ধরা হবে। তবে সীমান্ত হত্যা ইস্যুটিই বেশি প্রাধান্য পাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584