বাংলা সহ তিন রাজ্যে কাজের ব্যাপ্তি বাড়ল বিএসএফের, নয়া ফরমান জারি অমিত শাহের দপ্তরের

0
149

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

নয়া নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের, বাংলা , অসম ও পাঞ্জাব আন্তর্জাতিক সীমানা লাগোয়া এই তিন রাজ্যের ৫০ কিলোমিটার ভিতরে তল্লাশি চালাতে পারবে বিএসএফ বা সীমান্ত রক্ষা বাহিনী। শুধু তাই নয় প্রয়োজনে জিজ্ঞাসাবাদ , বাজেয়াপ্ত এমনকি গ্রেপ্তারও করতে পারবে তারা। সঙ্গে থাকবে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রকের এই নতুন নির্দেশ ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক।

BSF

বিএসএফ এতদিন আন্তর্জাতিক সীমান্ত থেকে রাজ্যের ১৫ কিলোমিটার পর্যন্ত ঢুকে গ্রেপ্তার, বাজেয়াপ্ত এবং তল্লাশি করতে পারত। হঠাৎ তাঁদের কাজের ব্যাপ্তি ৫০ কিমি প্রসারিত করা হলো কেন সে বিষয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে।

কংগ্রেস শাসিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি তীব্র নিন্দা করেছেন। তাঁর বক্তব্য, “কেন্দ্র সরাসরি দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করেছে।”স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে এই নির্দেশিকা প্রত্যাহার করার আবেদন জানিয়েছেন তিনি। কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে টুইট করেছেন চান্নি।

আরও পড়ুনঃ অসুস্থ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ভর্তি দিল্লির এইমসের কার্ডিওলজি বিভাগে

বিভিন্ন রাজ্যে বিএসএফ-এর ক্ষমতা আলাদা ভাবে নির্দিষ্ট করা আছে। আগে গুজরাট সীমান্ত থেকে ৭০ কিলোমিটার ভিতরে ঢুকে কাজ করতে পারত বিএসএফ। পরে তা কমিয়ে ৫০ কিলোমিটার করা হয়। রাজস্থানের ক্ষেত্রেও বিএসএফ ৫০ কিলোমিটার পর্যন্ত ঢুকতে পারে। আবার মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, লাদাখে যে কোনও এলাকায় তল্লাশি চালাতে পারে বিএসএফ। অন্যদিকে বিএসএফ জানিয়েছে আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান-সহ অন্যান্য অপরাধ রুখতে আধিকারিকদের হাতে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here