নিখোঁজ বিএসএফ কমাড্যান্ট

0
101

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ জেলার রোশনবাগ থেকে বিএসএফ ব্যাটেলিয়ানের ১১৭ কমান্ড্যান্ট রোশন রাওয়াত আইআরএল নং১৯৫৬৩৮৮৬, গত ৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটা নাগাদ হাজারদুয়ারী প্যালেসের কাছে কাজে যাবেন বলে বেরিয়ে আর ফেরেন নি।তারপর থেকে বাস স্ট্যান্ড,রেল স্টেশন,হোটেল,হাসপাতাল, সম্ভাব্য সর্বত্র খোঁজা হয়েছে।

BSF Commander missing
নিখোঁজ রোশন রাওয়াত।ফাইল চিত্র

আরও পড়ুনঃ রাজীবের গ্রেফতারে ‘না’, হাজিরা ২০ ফেব্রুয়ারি

তবে এখনও পর্যন্ত কোন হদিশ পাওয়া যায়নি। কমান্ডান্ট রোশান রাওয়াত দেরাদুনের বাসিন্দা।উচ্চতা ১৭২ সেন্টিমিটার,ফর্সা এবং ঠোঁটের ডান দিকে আঁচিল আছে।এফ আই আর করা হয়েছে লালবাগ থানায়।এই ঘটনাকে কেন্দ্র করে চাপা চাঞ্চল্য বিএসএফ ক্যাম্পাসে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here