নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের বিএসএফ ১৪১ নম্বর ব্যাটেলিয়ান মেঘনা ক্যাম্পে আজ অসহায় মানুষ দের খাদ্য সামগ্রী, মাস্ক ও সাবান বিতরণ করা হয়। মেঘনা বিএসএফ ক্যাম্পের কমেডেন্ট শ্রী সত্যবান বলেন, দেশে বর্তমানে করোনা ভাইরাস আতঙ্কের জন্য লক ডাউন চলছে, সেই সময় গ্রামের অনেক অসহায় মানুষ তাদের কাজ হারিয়েছেন।
তারা কোনো কাজে যেতে পারছেন না, সেই কারণে আমাদের ক্যাম্পের সকল কর্মরত জওয়ান তাদের বেতনের টাকা দিয়ে আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ করে।তিনি আরো বলেন যে এই পরিস্থিতিতে কেও যেনো ঘরের বাইরে না বেরোয়। ‘ঘরে থাকুন সুস্থ থাকুন’ এই বার্তায় তিনি দেন।
আরও পড়ুনঃ লকডাউনে বাড়িতেই মাস্ক বানাচ্ছে ছোট্ট আরমীন
সকলে দূরত্ব বজায় রেখে অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলেদেন কমান্ড ও ডি আই বি বাসুদেব শর্মা সহ অন্যান্য জওয়ানরা।এই সাহায্য পেয়ে খুশি এলাকাবাসী। এক বৃদ্ধ মহিলা জানান, ” আমার খুব উপকার হলো এই খাদ্য সামগ্রী পাবার পর। আমার বাড়িতে কেও নেই আমি একা কি ভাবে কি করবো বুঝে উঠতে পারছিলাম না। আমি সকল জওয়ানদের আশীর্বাদ করি যেনো তারা ভালো থাকেন সুস্থ থাকেন।”
মূলত এদিন ২৫০ জন কে সাহায্য করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584