ওয়েববডেস্কঃ-
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হলেন এক বিএসএফ জওয়ান। গত বুধবার অচ্যুতানন্দ মিশ্র নামক মধ্যপ্রদেশের বাসিন্দা ও বিএসএফ জওয়ানকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশের এটিএস।তার ফোনের হোয়াটসঅ্যাপ ও ফেসবুক চ্যাট থেকে জানা যায় যে তিনি বিএসএফের আভ্যন্তরীণ সুরক্ষা সম্বন্ধীয় তথ্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইকে পাঠাতো। এমনকি কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের বক্তব্যও তার মোবাইলে পাওয়া যায়। তার বিরুদ্ধে তথ্য পাচার আইন ও ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে বলে জানা গেছে।
‘হানি ট্র্যাপ’ অর্থাৎ সুন্দরী মহিলাদের টোপে পা দিয়ে তিনি এই কাজ করেছেন। উত্তর প্রদেশ ডিজিপি ও. পি. সিং জানিয়েছেন যে অচ্যুতানন্দ স্বীকার করেছে যেতে যে সে ‘ডিফেন্স সাংবাদিক’ পরিচয় দেওয়া এক পাকিস্তানি মহিলাকে নিয়মিত বিএসএফের অস্ত্রভাণ্ডার এবং আভ্যন্তরীণ সুরক্ষা বিষয়ক তথ্য পাচার করতেন।(ছবি- দ্যা হিন্দু)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584