গরু পাচারকারীদের লক্ষ্য করে বিএসএফের গুলি

0
46

নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ

pic| newsfront.co
তল্লাশি। নিজস্ব চিত্র

তুফানগঞ্জ ১ নং ব্লকের কৃষ্ণপুর বর্ডার এলাকা দিয়ে  প্রতিদিন চলে  রাতের অন্ধকারে বাংলাদেশে গরু পাচার। প্রতিদিনের  মতোই গতকাল রাতের অন্ধকারে গরু পাচার করার সময়  বিএসএফ এর গুলিতে আহত  হয়ে স্থানীয়  গদাধর নদীতে পরে যায়  তিনজন  পাচারকারী। তল্লাশি চালিয়ে  এখনো পর্যন্ত পাচারকারীদের  দেহ পাওয়া যায়নি। কৃষ্ণপুর এলাকার স্থানীয় বাসিন্দারা জানান যে গতকাল রাতে ৫ জন গরু পাচারকারী গরু পাচার করার  জন্য  তাদের এলাকায় আসেন। তাঁদের মধ্যে একজনের নাম জানা গেছে, আজিজুল  হক।

pic3| newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃএনআরসি-ক্যাবের বিরোধিতায় রণক্ষেত্র ইসলামপুর, অবরুদ্ধ জাতীয় সড়ক

গরু পাচার রুখতে হঠাৎ করে  বিএসএফ গুলি  চালানোয় আজিজুল হক সহ  আরো দুইজন  গদাধর নদীতে পরে যায়। তারপর থেকে তারা  নিখোঁজ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here