অভাবের সংসারে উচ্চমাধ্যমিকে নজরকাড়া রেজাল্ট ফালাকাটার বুবুনের

0
72

নিজস্ব সংবাদদাতা আলিপুরদুয়ারঃ

দারিদ্র্যতাকে হার মানিয়ে সাফল্যের চূড়ায় ফালাকাটার বুবুন দাস। বাবা সবজি বিক্রেতা আর মা দিনমজুরি করেন। দুই ভাই দুই বোনের মধ্যে সে তিন নম্বর। দাদা ভিন্ রাজ্যে কাজ করে উপার্জন করতো৷ মহামারী করোনার জন্য বাবা কর্মহীন, দাদাও বাড়ি ফিরে বেকার। সংসারে অভাব-অনটন লেগেই থাকে।

Bubun Das | newsfront.co
বুবুন দাস৷ নিজস্ব চিত্র

প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে সে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৭৬ নম্বর পেয়ে সকলের নজর কেড়েছে। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও এলাকার বুবুন দাস দারিদ্রতাকে হার মানিয়ে পরিবারে সকলের মুখে হাসি ফুটিয়েছে । ভবিষ্যতে ইতিহাস নিয়ে পড়ে অতীতকে জানতে চায় সে। ভবিষ্যতে সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য পুলিশ অফিসার হতে চায় সে ।

celebrate | newsfront.co
মিষ্টি মুখ৷ নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ প্রতিবন্ধকতাকে জয় করা বাপীর পাশে সমাজসেবীরা

কিন্তু তার উচ্চ শিক্ষার জন্য অনেক টাকার দরকার। অভাবের সংসারে এত টাকা কোথা থেকে আসবে তা নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তিত পরিবারের সদস্যরা। মেয়ের সাফল্যেও বাবা মা দুশ্চিন্তায়। সবজি বিক্রেতা তপন দাস ও মা মঞ্জু দাসের ছোটো মেয়ে বুবুন। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেওগাঁও উচ্চ বিদ্যালয় থেকে স্কুলের সেরা হয়েছে সে। বুবুনের এই সাফল্যে খুশি এলাকাবাসী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here