শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
অতিরিক্ত মাত্রায় শ্বাসকষ্টের কারণে বুধবার দুপুরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ভর্তি করা হয়েছিল উডল্যান্ড হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালে ভর্তি করার পরে অনেকটা শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং এই মুহূর্তে মেকানিকাল ভেন্টিলেশনে রয়েছেন বুদ্ধদেব বাবু। করোনা সংক্রমণ না হলেও শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটাই কম এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেশি রয়েছে। স্বাভাবিকভাবে অক্সিজেন নিতে পারছেন না তিনি।
হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। যান বিমান বসু , সুজন চক্রবর্তী , সূর্যকান্ত মিশ্রও।
হাসপাতাল সূত্রের খবর , ইতিমধ্যেই পাঁচ সদস্যের মেডিক্যাল বাের্ড গঠন করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, অবস্থা স্থিতিশীল হলে ফুসফুসের কোনও সংক্রমণ রয়েছে কি না, তা জানতে সিটি স্ক্যানও করা হবে। অনেক সময়ে সংক্রমণ থাকলে রোগীর শ্বাস-প্রশ্বাসে অসুবিধা হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন , বুদ্ধবাবু ‘ ল্যাকুনা ইনফ্র্যাক্ট ‘ অসুখে আক্রান্ত । এটি একটি বিশেষ ধরনের স্ট্রোক, যাতে স্ট্রোকে রক্তক্ষরণ হয় না। কিন্তু রক্তের পরিমাণ কমে যাওয়ায় মস্তিষ্কের অভ্যন্তরে কোষের মৃত্যু ঘটে ইসচেমিক স্ট্রোক বা থ্রম্বােসিস।
আরও পড়ুনঃ আবার শ্বাসকষ্ট, হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্য
১৫ বছর ধরে বুদ্ধদেববাবুর সিওপিডি-র সমস্যা রয়েছে। দীর্ঘদিন ধরেই বুদ্ধদেববাবুর অক্সিজেনের সাপাের্ট লাগে। বাড়িতে সারাক্ষণই একটি পাের্টেবল অক্সিজেন সিলিন্ডার থেকে নাকে নল লাগানাে থাকে। এদিন সেই পরিস্থিতির অবনতি হলে তিনি অজ্ঞান হয়ে যান। ফলে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়।
রাত ন’টার মেডিকেল বুলেটিন অনুযায়ী, বুদ্ধদেব ভট্টাচার্যের এখন অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ৯৫। পালস রেট ও রক্তচাপ স্বাভাবিক। রাখা হয়েছে নন ইনভেসিভ ভেন্টিলেশনে। সিটি স্ক্যানে নিউমোনিয়ার প্যাচ ধরা পড়েছে। তবে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ। বুদ্ধদেব বাবুর দ্রুত আরোগ্য কামনা প্রার্থনা করছেন তাঁর শুভানুধ্যায়ীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584