এক নজরে বাজেট ২০১৯

0
126

ওয়েবডেস্কঃ

সংসদে অন্তর্বর্তকালীন বাজেট পেশ করলেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গয়াল ! আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা । তারপরই তো লোকসভা নির্বাচন । নির্বাচনে সফল হয়ে পুনরায় সরকার গড়তে  মরিয়া বিজেপি । তাই ভোটের মুখে জনমোহিনী বাজেট পেশ করে সাধারণের নজর কাড়তে আপাতত ভোটের আগে এ বছরের শেষ অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করলেন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল।

শুক্রবার বাজেট পেশকে কেন্দ্র করে সংসদে তুমুল বিক্ষোভ করেন বিরোধী সাংসদরা ।
অবশেষে সব জল্পনার অবসান ঘটে ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েলের হাত ধরে এই অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হলো ।

উল্লেখ্য , বেশ কিছু নয়া প্রকল্পের ঘোষণা সহ স্বচ্ছ ব্যাঙ্কিং ব্যবস্থার পরিকল্পনা এবং কৃষকদের সুবিধার্থে একাধিক  খাতে বিনিয়োগ করতে এই অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হয়েছে । ‘প্রধানমন্ত্রী কৃষাগ যোজনা’ প্রকল্পের ঘোষণায় গোয়েল জানান ২ হেক্টরের কম জমির মালিক প্রায় ১২ কোটি কৃষক পরিবারকে   ব্যাংক একাউন্টে বার্ষিক ৬০০০ টাকা করে অনুদান দেবে সরকার । এই খাতে মোট ব্যয় হবে ৭৫৩৬০ কোটি টাকা । ছোট ও মাঝারি কৃষকদের মধ্যে যারা পশুপালন ও মৎস্যচাষ করেন , তাদের জন্য দুই শতাংশ সুদ ভর্তুকিরও ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ।এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আরও দুই শতাংশ সুদ ভর্তুকি এবং যথাসময়ে কৃষি ঋণ শোধ করতে পারলে আরও তিন শতাংশ সুদ ভর্তুকির ঘোষণা করা হয় আজকের বাজেটে । গো প্রজনন ও রক্ষণাবেক্ষণের জন্য “রাষ্ট্রীয় গোকুল যোজনা ” নামে নতুন প্রকল্পে ৭৫০ কোটি টাকা বরাদ্দের কথা জানান পীযূষ গোয়েল।পাশাপাশি সিনেমার টিকিটের উপর ধার্য জিএসটি কমিয়ে ১২ শতাংশ করার ঘোষণা করা হয়। এছাড়াও আছে অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য নিশ্চিত ৩,০০০ টাকার মাসিক পেনশন ঘোষণা। “প্রধানমন্ত্রী শ্রম যোগ মন্ধন ” কেন্দ্র সরকারের মেগা পেনশন যোজনায় মাসিক ১০০ টাকার বিনিময়ে ষাট বছরের অধিক বয়সী কর্মীদের ৩,০০০ টাকার মাসিক পেনশন প্রদান করার ঘোষণা করা হয়।

বাজেট নিয়ে যখন জল্পনা চলছিল তখন কংগ্রেস দাবি তুলেছিল পূর্ণাঙ্গ বাজেট নয় “ভোট অন একাউন্ট” চায় । এদিকে বাজেট প্রকাশের  প্রাক্কালে ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিস (NSSO)-এর একটি রিপোর্ট সামনে আসতেই বিরোধী শিবিরে রাজনৈতিক তরজা তুঙ্গে । রিপোর্টে দাবি করা হয়েছে ২০১৭-১৮ আর্থিক বর্ষে রেকর্ড বেকারত্বের হার দেখা গেছে মোদী জামানায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here