নিজস্ব প্রতিবেদন, কলকাতা:
প্রয়াত বর্ষীয়ান সাহিত্যিক বুদ্ধদেব গুহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই রবিবার রাত ১১টা ২৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্য জগৎ।
করোনা আক্রান্ত হয়ে ৩৩ দিন হাসপাতালে কাটিয়ে সুস্থ হয়ে বুদ্ধদেব গুহ বাড়ি ফিরে এসেছিলেন মাস চারেক আগে। সেই সময় সাহিত্যিকের মৃত্যু হয়েছে বলে গুজবও রটে গিয়েছিল। ভেঙে পড়েছিলেন অগণিত অনুরাগী। কিন্তু হেরে যাননি তিনি। সেইসময় হাসপাতালের বেডে শুয়েই সাহিত্যিক বলেছিলেন, ‘এখনই ফুরবো না’। গুজবকে মিথ্যা প্রমাণ করেছিলেন তিনি। মাস চারেক আগে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরে আসলেও, শরীর খুব একটা ভাল যাচ্ছিল না তাঁর। চলতি মাসের প্রথম দিকে ফের অসুস্থ হয়ে পড়েন। এরপর কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
হাসপাতাল সূত্রে খবর, রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মূলত শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাপাতালে ভর্তি হয়েছিলেন সাহিত্যিক। মূত্রথলিতে সংক্রমণের কারণেও অসুস্থ ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তরিতও করা হয় বুদ্ধদেব গুহ-কে। কিন্তু শেষরক্ষা হল না। রবিবার রাত ১১টা ২৫ মিনিট নাগাদ প্রয়াত হন তিনি।
১৯৩৬ সালের ২৯ জুন কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব গুহ। পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন তিনি। রাজ্যের আয়কর বিভাগের উপদেষ্টা বোর্ডের এবং আকাশবাণী কলকাতার উপদেষ্টা বোর্ডের সদস্যও ছিলেন তিনি। একাধিক উপন্যাসে নিজেকে উজাড় করে দিয়েছেন সাহিত্যিক। ১৯৭৭ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হন বুদ্ধদেব গুহ। তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ ‘জঙ্গলমহল’। তাঁর উপন্যাস ‘মাধুকরী’ বাংলা সাহিত্যের জগতে মাইলস্টোন। তাঁর বিশেষ পরিচিত পত্রোপন্যাসের নাম ‘সবিনয় নিবেদন’। তাঁর কলম সব প্রজন্মের মনকেই ছুঁয়ে যেত। ছোটদের জন্য যেমন ছিল ‘ঋজুদার সঙ্গে জঙ্গলে’ ঠিক তেমনই ‘বাবলি’, ‘কোয়েলের কাছে’, ‘জলছবি’, ‘চান ঘরে গান’, ‘একটু উষ্ণতার জন্য’, ‘কোজাগর’, ‘নগ্ন নির্জন’, ‘কুমুদিনী’ পরিণত মনকে আকর্ষণ করেছে বারে বারে।
আজ আচমকাই থেমে গেল কলম। কিংবদন্তী সাহিত্যিক বুদ্ধদেব গুহ-র প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্য মহল। কান্নায় ভেঙে পড়েছে অনুরাগীরা। স্রস্টার মৃত্যু থাকলেও সৃষ্টির কখনও মৃত্যু হয় না। আর তাই পরলোকে পাড়ি দিলেও ঋজু দা, ঋভু, বাবলি-র মধ্যে দিয়ে চিরকাল অমর হয়ে থাকবেন বর্ষীয়ান সাহিত্যিক বুদ্ধদেব গুহ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584