আবার শ্বাসকষ্ট, হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্য

0
92

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

আবারও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে ভরতি করতে হল। জানা গেছে বুধবার সকাল আটটা নাগাদ হটাৎই বুকে ব্যথা অনুভব করেন বুদ্ধদেব ভট্টাচার্য। সঙ্গে শ্বাসকষ্টও। খবর দেওয়া হয় ডাক্তারকে।

buddhadeb bhattacharjee | newsfront.co
ফাইল চিত্র

খবর শুনে ছুটে আসেন সিপিআই(এম) নেতা তথা ডায়মন্ডহারবার কেন্দ্রের গতবারের সিপিআই (এম) প্রার্থী ডাঃ ফুয়াদ হালিম। এছাড়াও চলে আসেন দলের নেতারাও। বুদ্ধদেব ভট্টাচার্যের বুকে ব্যথা কমে গেলেও শ্বাসকষ্ট বাড়তে থাকে। এরপর পার্টি নেতৃত্ব ও চিকিৎসকরা আর কোনো ঝুঁকি নিতে চাননি। বেলা বারোটা নাগাদ অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে আসা হয় আলিপুর এলাকার উডল্যান্ড নার্সিংহোমে।

আরও পড়ুনঃ ফের অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

সেখানেই ভর্তি আছেন তিনি। আপাতত তার অবস্থা স্থিতিশীল বলে এই বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে। খবর পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁর গোপালনগরের জনসভার মঞ্চ থেকেই বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বলেও জানা গেছে।

জানাযায়, গত কয়েক দিন ধরেই অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী। তীব্র শ্বাসকষ্ট রয়েছে তার। আজ সকালে বুকে ব্যথা শুরু হয়েছিল। এদিন সকাল থেকে শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে। এরপরই দলীয় স্তরে আলোচনা করে তাকে হাসপাতালে ভরতি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধবাবুর শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটাই কম। ৭০-এর নিচে নেমে গিয়েছে অক্সিজেনের মাত্রা। বেসরকারি হাসপাতালের ফ্লু ক্লিনিকে ভরতি করা হয় তাকে।

আরও পড়ুনঃ ফের মুখ্যসচিব-ডিজিকে তলব রাজ্যপালের

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই কার্যত ঘরবন্দি একসময়ের দাপুটে এই বাম নেতা। শ্বাসপ্রশ্বাসের সমস্যায় ভুগছেন। এ নিয়ে ২০১৯ সালে একবার হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি। কিন্তু সামান্য সুস্থ হয়ে ওঠার পরই তিনি হাসপাতাল থেকে রীতিমতো মুচলেকা দিয়ে বাড়ি চলে এসেছিলেন।

তার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, কোনওদিনই বেশিদিন হাসপাতালে থাকতে চান না বুদ্ধবাবু। কারণ, তার জন্য দলের বেশি টাকা খরচ হোক তিনি তা চান না। একসময় তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন, তিনি বেশিদিন হাসপাতালে থাকলে বাকি রোগীদের সমস্যা হতে পারে। এটা তিনি মেনে নিতে পারেন না।

আরও পড়ুনঃ আদালতের নির্দেশে ভিডিওগ্রাফি সহ দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে গুলিবিদ্ধ বিজেপি কর্মীর

তার শরীরে অক্সিজেনের মাত্রা নজিরবিহীনভাবে কমে গিয়েছে। গত দু’দিন ধরে আবহাওয়ার পরিবর্তনের পর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। গতকাল দুপুরে গুরুতর অসুস্থ হওয়ার পরে পরিবার থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হলেও তিনি রাজি হননি।

কিন্তু আজ সকালে বেসরকারি হাসপাতালে তাকে ভরতি করা হয়। বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসক ফুয়াদ হালিমের বিশেষ পর্যবেক্ষণে আছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here