শ্যামল রায়,নদীয়াঃ
কল্যাণী বিশ্ববিদ্যালয় গবেষণা এবং পরিকাঠামোগত উন্নয়নের জন্য 70 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।
এরমধ্যে পরিকাঠামোগত উন্নয়নের জন্য কুড়ি কোটি এবং গবেষণা খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
আরো জানা গিয়েছে যে কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান রুষার অঙ্গ হিসাবে দেশের বাছাই করা ১৬ টি বিশ্ববিদ্যালয়কে বিপুল পরিমাণে এই ধরনের অর্থ সাহায্য করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলো হলো যাদবপুর প্রেসিডেন্সি মৌলানা আবুল কালাম আজাদ এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়।
এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা একটা বড় পাওনা বলে মনে করছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শংকর কুমার ঘোষ।
তিনি জানিয়েছেন যে এই অর্থ ব্যয় করার জন্য একটি রূপরেখা তৈরি করা হয়েছে।
রুষা প্রকল্পে মঞ্জুরীকৃত অর্থ কল্যাণী বিশ্ববিদ্যালয় তৈরি হবে রিসার্চ এবং ইনোভেশন কমপ্লেক্স।
বিভিন্ন বিষয়ের উপর গবেষণা একই ছাতার তলায় করা হবে এর পাশাপাশি বিদেশে নামী বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে গবেষণার বিষয়ে যোগসূত্র গড়ে তোলা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584