নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলে কয়েক দিনে করোনা সংক্রমিত রোগী ধরা পড়তেই টোটোতে যাত্রী নেওয়া নিয়ন্ত্রণ করা হয়েছে। আজ বুলবুলচন্ডী অঞ্চলের পক্ষ থেকে বুলবুলচন্ডী বাজার সমিতি ও বুলবুলচন্ডী অঞ্চলের সকল পঞ্চায়েত সদস্যদের নিয়ে আলোচনা হয়।
বাজার ও টোটো গুলিতে যাত্রী ক’জন যাবে এবং মাস্ক ব্যবহার সহ বাজার বসানোর বিভিন্ন জায়গা নিয়ে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে।
এবিষয়ে বুলবুলচন্ডী অঞ্চলের প্রধান রাজীব ডাগা জানিয়েছেন, “আমাদের বুলবুলচন্ডী কোয়ারেন্টাইন সেন্টারে চারজন করোনা সংক্রমণ ধরা পড়তেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সেজন্য বুলবুলচন্ডী অঞ্চলের পক্ষ থেকে বাজার সমিতি ও সকল পঞ্চায়েত সদস্যদের নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সবজি বাজার ও মাছের বাজার সকাল ছটা থেকে সকাল দশটা পর্যন্ত বসবে।
আরও পড়ুনঃ মালদহ স্টেশনে চালু হল হিউম্যান বডি টেম্পারেচার স্ক্রিনিং সিস্টেম
এছাড়াও বিভিন্ন দোকান বেলা ১২ টা পর্যন্ত, মিষ্টির দোকান বেলা ১টা পর্যন্ত খোলা থাকবে। সব দোকানেই সামাজিক দূরত্ব মেনে মাস্ক পড়ে ক্রেতা বিক্রেতাকে আসতে হবে।” বুলবুলচন্ডী এলাকায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে।
সেজন্য সারাদিন বাজার খোলা রাখলে মানুষের জমায়েত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বাজারের সময় সীমা বেঁধে দেওয়া হল বলে প্রধান সাহেব জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584