মাঝেই মাঝেই বিকল পাম্প, পানীয় জলের সংকট

0
124

সুদীপ পাল,বর্ধমানঃ

Bump pump in the middle
ছবিঃপ্রতিবেদক

পাণ্ডবেশ্বরের কেন্দ্রাগ্রাম এলাকায় পরিশ্রুত পানীয় জল সরবরাহের দায়িত্বে রয়েছে ইসিএল।কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন,পানীয় জল সরবরাহের জন্য ইসিএল যে পাম্পটি বসিয়েছে তা মাঝেমধ্যেই বিকল হয়ে যায়। এলাকাবাসী তখন পানীয় জলের তীব্র সমস্যার সম্মুখীন হন।

স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন,কয়েকদিন আগেই পাম্প বিকল হয়ে গিয়েছিল।এলাকায় টানা দশদিন জল সরবরাহ ছিল না।ব্যাপক জল কষ্টের সম্মুখীন হতে হয়েছিল তখন। দূর থেকে জল এনে সেই যাত্রায় কোনরকমে ঠেকানো গিয়েছিল পরিস্থিতি।

আরও পড়ুনঃ তপনে পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ

কিন্তু বারবার এরকম হলে কি করণীয় সে প্রশ্ন তুলছেন বাসিন্দারা।পাম্প বিকল হয়, তাকে সরানো হয় এবং ফের বিকল হয়ে যায় এজন্য নিয়ম করেই হচ্ছে।ফলে নিয়ম করেই ভুগতে হচ্ছে স্থানীয়দের।পাম্প বিকল হলে বাসিন্দাদের জল আনতে হয় এক কিলোমিটার দূরে অজয় নদের কাছ থেকে।

চেষ্টা করা হয়েছিল পাম্পটিকে সরিয়ে সমস্যার সুরাহা করার কিন্তু সেই চেষ্টাও বিফল হয়। স্থানীয়রা চাইছেন এই পানীয় জল নিয়ে একটি স্থায়ী সমাধান হোক।পাণ্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ওই এলাকায় নতুন জলের পাম্প বসানোর বিষয়টি ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here