স্পোর্টস ডেস্কঃ
৬ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে প্রায় একা হাতেই ১৫১ রানে গুটিয়ে দিলেন জসপ্রীত বুমরাহ।
গতকালের বিনা উইকেটে ৮ স্কোর নিয়ে খেলতে নামে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে ফিঞ্চের উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়া শিবিরে প্রথম আঘাত হানেন ইশান্ত শর্মা। তারপর কোন সময়ই আর বড় জুটি গড়তে পারেনি অস্ট্রেলিয়া। ভারতের হয়ে অসাধারণ বোলিং করে একা হাতেই ৬ উইকেট তুলে নেন জসপ্রীত বুমরাহ। রবীন্দ্র জাদেজা নেন ২ টি উইকেট। ইশান্ত শর্মা ও মহম্মদ শামি ১টি করে উইকেট দখল করেন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ২২ রান করেন দুজন- মার্কাস হ্যারিস ও ক্যাপ্টেন টিম পেইন।
কিন্তু ফলোঅনের সুযোগ থাকা সত্ত্বেও ভারত আবার ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত হনুমা বিহারীর উইকেট হারিয়ে ২৮ রান তুলেছে। ভারতের এগিয়ে ৩২০ রানে।
(ছবি সৌজন্যে-https://twitter.com/ImPawan62/status/1078525580616892417?s=19)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584