ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
করোনা অতিমারির ফলে থমকে রয়েছে বিশ্ব। এখনো আবিষ্কার হয়নি কোনো প্রতিষেধক। তারই মাঝে জার্মানিতে শুরু হল বন্ধ থাকা ফুটবল জগতের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট ‘বুন্দেশলিগা’। গত ১১ ই মার্চ এই টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলা হয়। তার পরই বন্ধ হয়ে যায় করোনার কারণে।
🇩🇪⚽️¡SENTENCIA THORGAN HAZARD! Minuto 48.
Dortmund 3-0 Schalke #Bundesliga pic.twitter.com/Ey4g1Wmwtb
— El Chiringuito TV (@elchiringuitotv) May 16, 2020
আজ আবার শুরু হল সেই টুর্নামেন্ট।
তবে খেলা হচ্ছে দর্শক শূন্য মাঠে। তার মধ্যে আজকেই রয়েছে ৬টি ম্যাচ। ইতিমধ্যেই প্রথম ম্যাচে ডর্টমুন্ড ৩-০ গোলে এগিয়ে়ে গেছে শালকের বিরুদ্ধে। বিশ্ব ফুটবলে করোনা লকডাউনের পর প্রথম গোলটি করেন হাল্যান্ড।
ম্যানুয়েল ন্যুয়ের, থমাস মুলারদের বায়ার্ন মিউনিখ রবিবার টুর্ণামেন্টে পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে মাঠে নামছে।
তবে এই টুর্নামেন্ট ঘিরে রয়েছে যথেষ্ট নিরাপত্তা ও সর্তকতা। প্রথমত গ্যালারি থাকবে দর্শকশূন্য। করা যাবেনা ফুটবলারদের করমর্দন,তোলা যাবেনা গ্রুপ ফটো, ফুটবলাররা মাঠে থুতু ফেললে হবে জরিমানা, থাকছে না কোন ম্যাসকট। এছাড়াও ফুটবলারদের নিয়মিত করোনা পরীক্ষা করা হবে। এই লিগ চলাকালীন শুধুমাত্র অনুশীলনে যেতে পারবেন,কোনভাবেই হোটেল ছেড়ে যেতে পারবেন না ফুটবলাররা।(ফিচার ছবি সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584