নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ফের দ্বিতীয় ভাঙড়ের পথে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার বুরামড়া এলাকা,দীর্ঘ দিন ধরে এই এলাকায় নতুন পাওয়ার গ্রিড বানাতে চাইছেন স্থানীয় প্রশাসন। তাতে এলাকায় উন্নতি ও এলাকার বেকার যুবকরা কাজ করবে বলে ধারণা কিন্তু সেই প্রকল্পতে জল ঢেলে দিলো এলাকাবাসী।
এলাকা বাসীর অভিযোগ এলাকায় পাওয়ার গ্রিড হলে এলাকায় সবুজায়ন নষ্ট হবে। শুধু তাই নয় এলাকার মানুষের শারীরিক সমস্যা আসতে পারে বলে জানালেন,সেই মত এলাকাবাসীরা এই প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনের পথে নামলেন এলাকাবাসী। এখন এলাকা ধীরে ধীরে অগ্নিগর্ভ হতে চলেছে,সেই মতন এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে,এলাকাবাসীর বক্তব্য আজ সকালে এলাকার একজন মানুষকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
শুধু তাই নয় এলাকার আট জন ব্যাক্তিকে আটক করেছে চন্দ্রকোনা রোডে বিট হাউসের পুলিশ।সেই মতন এলাকায় মিছিল করে সেই আটজন গ্রামবাসীকে মুক্তি দিতে হবে আর এলাকায় পাওয়ার গ্রিডের কাজ বন্ধ করতে হবে। তবে এলাকার পরিস্থিতি ধীরে ধীরে অগ্নিগর্ভ হতে শুরু করেছে এমনই ধারনা সংশ্লিষ্ট মহলের।
আরও পড়ুনঃ কালিয়াগঞ্জে বিজেপির ধিক্কার মিছিল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584