সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
পাঁচ বছর পর ফের একশো দিনের কাজে দেশের মধ্যে সেরার স্বীকৃতি পেল পূর্ব বর্ধমান। এর আগে ২০১৩ সালে অবিভক্ত বর্ধমান একশো দিনের কাজের সেরা জেলা হয়েছিল। এখন জেলা ভাগ হয়েছে। পাঁচ বছর পর এবার পূর্ব বর্ধমান জেলার মাথায় উঠল এই মুকুট। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, টাকা খরচ, একশো দিনের কাজের জন্য এই পুরস্কার মিলেছে। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শুরু করে গ্রামীণ হাট নানা প্রকল্প বর্ধমান কে এনে দিল এই সম্মান। ২০১৭ সালের সেপ্টেম্বরে একশো দিনের প্রকল্প প্রতিযোগিতায় এ রাজ্য থেকে পূর্ব বর্ধমান ছাড়াও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম, কোচবিহার প্রভৃতি জেলাগুলি মনোনীত হয়েছিল কিন্তু অবশেষে দিল্লিতে গিয়ে একশো দিন প্রকল্পের নোডাল অফিসার বিশ্বজিৎ ভট্টাচার্য কাজের খতিয়ান উপস্থাপন করেন। জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু বলেন, এই প্রকল্প নিয়ে কেন্দ্র নানাভাবে বঞ্চনা করেছে কিন্তু তবুও সে সব কাটিয়ে বর্ধমান জেলা শীর্ষ স্থান অধিকার করেছে। জানা গেছে একশো দিনের প্রকল্পে পূর্ব বর্ধমান ৭৭০ কোটি টাকা খরচ করে ছিল। প্রশাসন সূত্রে জানা যায় ১.৯৩ কোটি কর্মদিবস তৈরি হওয়ায় সেরা জেলা হয়েছে পূর্ব বর্ধমান।
আরও পড়ুনঃ ফের বাংলা একশো দিনের কাজে দেশের শীর্ষে,জল সংরক্ষনে দ্বিতীয়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584