মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
করোনা ভাইরাসের প্রকোপে ত্রস্ত পৃথিবী। ভারতেও ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাও নেহাত কম নয়। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। সংক্রমণ থেকে বাঁচতে গৃহবন্দি হয়েছেন প্রায় প্রত্যেকটি মানুষ। বন্ধ স্কুল, কলেজ, অফিস। পাশাপাশি বন্ধ রয়েছে বলিউড, টলিউডের সমস্ত শুটিং। সিনেমা হল গুলিও বন্ধ।
এহেন পরিস্থিতিতে বর্ধমান অনলাইন লকডাউন ফিল্ম ফেস্টিভালের আয়োজন করেছে ওমকার ক্রিয়েশন লাইভ। সহযোগিতা করেছে মাইন্ডস মিরর প্রযোজনা সংস্থা। দেশের এই কঠিন সময়ে দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতেই ওমকার ক্রিয়েশন লাইভ-এর এই অভিনব উদ্যোগ। এই ফেস্টিভাল থেকে যা অর্থ উপার্জিত হবে তার সবটাই দুঃস্থ মানুষের সাহায্যার্থে স্বেচ্ছাসেবী সংস্থা কে.বি.এস কিং-এর হাতে তুলে দেবে ওমকার ক্রিয়েশন লাইভ।
নিজের বাড়িতে শুট করা শর্টফিল্ম এই ফেস্টিভালে অংশ নিতে পারবে। লকডাউনের সময় সরকারি নির্দেশিকা মেনেই অংশগ্রহণকারীদের শর্টফিল্ম তৈরি করতে হবে। বর্ধমান অনলাইন লকডাউন শর্টফিল্ম ফেস্টিভালে শর্টফিল্ম উপস্থাপন করার জন্য ৫০ টাকা দিয়ে শর্টফিল্ম জমা দিতে হবে। ক্যামেরা বা মোবাইল ফোনের সাহায্যেও এই শর্টফিল্মগুলি শুট করা যাবে।
আরও পড়ুনঃ বদলে যাওয়া সময়ে রিবুট করুন নিজেকে
ফেস্টিভালের পর লকডাউন উঠে গেলে ক্যুরিয়ারের মাধ্যমে প্রত্যেক অংশগ্রহণকারীকে সার্টিফিকেট দেওয়া হবে। এখানেই শেষ নয়। এরপরও থাকছে ৪টি অ্যাওয়ার্ড। যে সকল শর্টফিল্ম এই ফেস্টিভালে অংশ নেবে সেইসব শর্টফিল্মগুলি থেকে সেরা শর্টফিল্ম, সেরা পরিচালনা, সেরা গল্প বাছাই করে পুরস্কৃত করা হবে। এছাড়াও থাকছে সেরা অভিনেতা বা অভিনেত্রীর পুরস্কার। এই পুরস্কারটির জন্য সেরা অভিনেতা বা অভিনেত্রীকে মনোনীত করবে প্রযোজনা সংস্থা মাইন্ডস মিরর।
বর্ধমান অনলাইন লকডাউন শর্টফিল্ম ফেস্টিভালে ফিল্ম জমা দেওয়ার শেষ তারিখ ৩০ এপ্রিল। তাহলে আর দেরি না করে ঘরে বসেই ঝটপট বানিয়ে ফেলুন শর্টফিল্ম আর পাঠিয়ে দিন বর্ধমান অনলাইন লকডাউন ফিল্ম ফেস্টিভালে। এই সুযোগ হাত ছাড়া করবেন না। এভাবেই ফিল্মের মাধ্যমে দুঃস্থ মানুষগুলোর পাশে দাঁড়াতে পারবেন আপনিও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584